করোনাকালে এই শেয়ার কিনলে ভাগ্য ফিরে যেত আজ! টাকা গুণতে গুণতে শেষ হয়ে যাবে দিন

Last Updated:
তথ্য-প্রযুক্তি খাতের এই নবীন সংস্থাটি বিনিয়োগকারীদের এমন রিটার্ন দিয়েছে, যে এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছে অনেক বড় সংস্থাকেও।
1/7
সুযোগের সদ্ব্যবহার করতে পারলে যে আখেরে লাভ হতে পারে, তার সব থেকে বড় প্রমাণ শেয়ার বাজার। আসলে ভারতীয় স্টক মার্কেট মাল্টিব্যাগার স্টকে একেবারে পূর্ণ। এই স্টকগুলি গত কয়েক বছরে বিনিয়োগকারীদের প্রচুর রিটার্ন দিয়েছে।
সুযোগের সদ্ব্যবহার করতে পারলে যে আখেরে লাভ হতে পারে, তার সব থেকে বড় প্রমাণ শেয়ার বাজার। আসলে ভারতীয় স্টক মার্কেট মাল্টিব্যাগার স্টকে একেবারে পূর্ণ। এই স্টকগুলি গত কয়েক বছরে বিনিয়োগকারীদের প্রচুর রিটার্ন দিয়েছে।
advertisement
2/7
এই তালিকায় উঠে এসেছে আরও একটি সংস্থার নাম। আইটি পরিষেবা প্রদানকারী Birlasoft Limited এমনই একটি সংস্থা। তথ্য-প্রযুক্তি খাতের এই নবীন সংস্থাটি বিনিয়োগকারীদের এমন রিটার্ন দিয়েছে, যে এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছে অনেক বড় সংস্থাকেও। গত তিন বছরে সংস্থাটির শেয়ারে ব্যাপক উত্থান ঘটেছে।
এই তালিকায় উঠে এসেছে আরও একটি সংস্থার নাম। আইটি পরিষেবা প্রদানকারী Birlasoft Limited এমনই একটি সংস্থা। তথ্য-প্রযুক্তি খাতের এই নবীন সংস্থাটি বিনিয়োগকারীদের এমন রিটার্ন দিয়েছে, যে এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছে অনেক বড় সংস্থাকেও। গত তিন বছরে সংস্থাটির শেয়ারে ব্যাপক উত্থান ঘটেছে।
advertisement
3/7
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, Birlasoft Limited-এর শেয়ার গত ৪০ মাসে ৬৫০ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। গত কয়েক বছরে এই সংস্থার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্রোকারেজ হাউসগুলিও এই স্টকটিকে সম্ভাবনাময় বলে মনে করছে। এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস শেয়ার প্রতি ৫৩০ টাকা টার্গেট দিয়েছে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, Birlasoft Limited-এর শেয়ার গত ৪০ মাসে ৬৫০ শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে। গত কয়েক বছরে এই সংস্থার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্রোকারেজ হাউসগুলিও এই স্টকটিকে সম্ভাবনাময় বলে মনে করছে। এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস শেয়ার প্রতি ৫৩০ টাকা টার্গেট দিয়েছে।
advertisement
4/7
ব্রোকারেজ হাউসগুলি মনে করছে যে, এই সংস্থাটিতে সাম্প্রতিক কালে যে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, তা বৃদ্ধির হার আরও বাড়াতে পারে। পাশাপাশি সংস্থার আয়ও বাড়াতে পারে। সেই কারণেই ব্রোকারেজ হাউস এর বর্তমান মূল্য থেকে ১৯ শতাংশ ঊর্ধ্বগমনের আশা করছে।
ব্রোকারেজ হাউসগুলি মনে করছে যে, এই সংস্থাটিতে সাম্প্রতিক কালে যে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, তা বৃদ্ধির হার আরও বাড়াতে পারে। পাশাপাশি সংস্থার আয়ও বাড়াতে পারে। সেই কারণেই ব্রোকারেজ হাউস এর বর্তমান মূল্য থেকে ১৯ শতাংশ ঊর্ধ্বগমনের আশা করছে।
advertisement
5/7
বছর তিনেক আগে আগে ২০২০ সালের মার্চ মাসে, Birlasoft Limited-এর শেয়ার ছিল ৫৭ টাকার স্তরে। কিন্তু এই মুহূর্তে এই সংস্থার স্টক মূল্য ৪৫১.৯০ টাকা। সব থেকে বড় বিষয় হল এই স্টকটি গত এক বছরে ৩৪ শতাংশ, ছ’মাসে ৫৬ শতাংশ এবং এক মাসে ৩০ শতাংশ রিটার্ন দিয়েছে। বলতেই হয়, এই পরিমাণ রিটার্ন সত্যি আকর্ষণীয়।
বছর তিনেক আগে আগে ২০২০ সালের মার্চ মাসে, Birlasoft Limited-এর শেয়ার ছিল ৫৭ টাকার স্তরে। কিন্তু এই মুহূর্তে এই সংস্থার স্টক মূল্য ৪৫১.৯০ টাকা। সব থেকে বড় বিষয় হল এই স্টকটি গত এক বছরে ৩৪ শতাংশ, ছ’মাসে ৫৬ শতাংশ এবং এক মাসে ৩০ শতাংশ রিটার্ন দিয়েছে। বলতেই হয়, এই পরিমাণ রিটার্ন সত্যি আকর্ষণীয়।
advertisement
6/7
এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস তার প্রতিবেদনে Birlasoft Limited-এর রিটার্ন সম্ভাবনা, আয় বৃদ্ধি এবং শক্তিশালী বৃদ্ধির প্রত্যাশার কথা জানিয়েছে।
এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস তার প্রতিবেদনে Birlasoft Limited-এর রিটার্ন সম্ভাবনা, আয় বৃদ্ধি এবং শক্তিশালী বৃদ্ধির প্রত্যাশার কথা জানিয়েছে।
advertisement
7/7
এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস আশা করেছে যে, Birlasoft Limited আগামী পাঁচ বছরে সেই জায়গায় পৌঁছতে পারবে যেখানে এখন Persistent Systems দাঁড়িয়ে রয়েছে। Persistent Systems একটি মিডক্যাপ আইটি কোম্পানি। Birlasoft Limited-ও সেই পথেই দ্রুত বৃদ্ধির দিকে এগোচ্ছে।
এইচডিএফসি ইনস্টিটিউশনাল ইক্যুইটিস আশা করেছে যে, Birlasoft Limited আগামী পাঁচ বছরে সেই জায়গায় পৌঁছতে পারবে যেখানে এখন Persistent Systems দাঁড়িয়ে রয়েছে। Persistent Systems একটি মিডক্যাপ আইটি কোম্পানি। Birlasoft Limited-ও সেই পথেই দ্রুত বৃদ্ধির দিকে এগোচ্ছে।
advertisement
advertisement
advertisement