নাম নথিভুক্ত করলেই মিলবে সরাসরি সুযোগ, পেয়ে যাবেন ৩৬ হাজার টাকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এখনও নাম নথিভুক্ত করে প্রকল্পের সুবিধা পাওয়ার দুরন্ত সুযোগ থাকছে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫ মার্চ ২০১৯ গুজরাতের গান্ধিনগরে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার শুভ সূচনা করেছিলেন ৷ এই প্রকল্পে নাম নথিভুক্ত শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৷ এই প্রকল্প যাঁরা প্রতিদিনের মজুরি হিসাবে কাজ করেন বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন ৷ সরাসরি তাঁরা লাভবান হবেন ৷ এই যোজনার অন্তর্গত মানুষেরা ৬০ বছরের পর থেকে বছরে ৩৬ হাজার টাকা করে পেনশন হিসাবে পাবেন ৷ তবে যাঁদের এইপিএফও, এনপিএস বা ইএসআই সদস্য বা যাঁদের আয়কর দিতে হয় তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেনা না ৷ যাঁরা মাসের ১৫ হাজার টাকার কম রোজগার করে থাকেন তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন ৷ এই প্রকল্পের ফলে দেশের ৪২ কোটি কর্মীদের উদ্দেশ্যে সমর্পিত ৷ ৫ মে ২০২০ পর্যন্ত ৪৩,৮৪,৫৯৫ মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
প্রধানমন্ত্রী কিসান মানধন যোজনা : এই প্রকল্পের শুভ সূচনা ১২ সেপ্টেম্বর ২০১৯ সালে ঝাড়খণ্ডে হয়েছিল ৷ যদিও ৯ অগাস্ট থেকে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে ৷ প্রধানমন্ত্রী কিসান মানধন যোজনা কৃষকদের জন্য নিবেদিত ৷ এই প্রকল্পে এখনও পর্যন্ত ২০,১৯,২২০ জন কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন ৷ এই প্রকল্পের আওতায় যাঁরা আছেন তাঁরা ৬০ বছর বয়সের পরে মাসে ৩,০০০ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে ৷ এই প্রকল্পের ফলে ১২ কোটি প্রান্তিক কৃষক যাঁদের কাছে ২ হেক্টর পর্যন্ত কৃষির যোগ্য জমি আছে তাঁরাই সরাসরি লাভবান হতে পারেন ৷ নাম নথিভুক্ত করতে কোনও রকমের টাকা দিতে হবেনা ৷ তবে কোনও ব্যক্তি যদি প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত করেছেন সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আর নতুন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবেনা ৷ এই যোজনার ফলে কৃষকেরা প্রধানমন্ত্রী কিসান প্রকল্পের প্রাপ্ত লাভের থেকে সরাসরি অংশদান করার মত বিক্লপ রাস্তা খুঁজতে পারেন ৷ এরফলে তাঁদের নিজের পকেট থেকে টাকা বের করতে হবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ সেপ্টেম্বর ২০১৯ সালে ছোট ব্যাপারিদের জন্য পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ প্রধানমন্ত্রী লঘু ব্যাপারিক মানধন যোজনার ফলে ছোট ধরনের কারবার যাঁরা করে থাকেন তাঁরা বিশেষ সুবিধা পাবেন ৷ ৬০ বছর হওয়ার পরে বছরে ৩৬,০০০ টাকা পেনশন পেতে পারেন ৷ এই যোজনায় ১.৫ কোটি টাকার কম যে সমস্ত ছোট দোকানিরা বছরে রোজগার করে থাকেন তাঁরাই সুবিধা পাবেন ৷ ইপিএফ, ইএসআই বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
পেনশন প্রকল্পের শর্তগুলি হল : এই তিন যোজনায় আবেদনকারী বা নাম নথিভুক্তকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ৷ যাঁরা ইপিএফ, ইএসআই নেই অথবা আয়করদাতা নন তাঁরাই কেবলমাত্র এই সুবিধা পাবেন ৷ আবেদনকারীর আধার কার্ড, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাধ্যতামূলক, বয়স অনুপাতে ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়ামের জন্য দিতে হবে ৷ ৬০ বছরের পর থেকে ৩,০০০ টাকা করে মাসিক পেনশন পাওয়া যাবে ৷ নাম নথিভুক্ত করতে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে নাম নথিভুক্ত করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
