এলআইসি পলিসির গুরুত্বপূর্ণ নথি নষ্ট হলে এই ভাবেই পেতে পারেন আবার . . .

Last Updated:
1/5
এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হারি গিয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই ৷ হারিয়ে যাওয়া জুরুরি কাগজপত্র কীভাবে ফিরে পাবেন তা জেনে নিন ৷ খুব সহজেই আপনি পুনরুদ্ধার করতে পারেন সেই জরুরি কাগজপত্র ৷ ছবি সংগৃহীত ৷
এলআইসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হারি গিয়ে থাকলে ভয় পাওয়ার কিছু নেই ৷ হারিয়ে যাওয়া জুরুরি কাগজপত্র কীভাবে ফিরে পাবেন তা জেনে নিন ৷ খুব সহজেই আপনি পুনরুদ্ধার করতে পারেন সেই জরুরি কাগজপত্র ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
যদি কোনও ভাবে আপনার এলআইসির গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে যায় অথবা প্রাকৃতিক বিপর্যয়ে আংশিক নষ্ট হয়ে থাকলে তা এলআইসি দফতরে জমা দিলে পুনরায় নতুন কাগজপত্র ফিরে পেতে পারেন আপনি ৷ ছবি সংগৃহীত ৷
যদি কোনও ভাবে আপনার এলআইসির গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে যায় অথবা প্রাকৃতিক বিপর্যয়ে আংশিক নষ্ট হয়ে থাকলে তা এলআইসি দফতরে জমা দিলে পুনরায় নতুন কাগজপত্র ফিরে পেতে পারেন আপনি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
নতুন করে পলিসি করতে গেলে আমাদের কিছু টাকা সংযুক্ত সংস্থাকে দিতে হয় ৷ যদি ও সেই টাকার অর্থমূল্য খুব একটা বেশি নয় ৷ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এলআইসির জুরুরি নথি হারিয়ে যাওয়া নথি ছাপিয়ে কমপক্ষে ১ মাস অপেক্ষা করতে হয় ৷ এরই সময়ে মধ্যে যদি হারিয়ে য়াওয়া জরুরি কাগজপত্র ফিরিয়ে কেউ না দিয়ে থাকেন তাহলে ৷ তখন এলআইসির দফতর আপনাকে সঠিক পথ বাতলে দেবেন ৷ ছবি সংগৃহীত ৷
নতুন করে পলিসি করতে গেলে আমাদের কিছু টাকা সংযুক্ত সংস্থাকে দিতে হয় ৷ যদি ও সেই টাকার অর্থমূল্য খুব একটা বেশি নয় ৷ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এলআইসির জুরুরি নথি হারিয়ে যাওয়া নথি ছাপিয়ে কমপক্ষে ১ মাস অপেক্ষা করতে হয় ৷ এরই সময়ে মধ্যে যদি হারিয়ে য়াওয়া জরুরি কাগজপত্র ফিরিয়ে কেউ না দিয়ে থাকেন তাহলে ৷ তখন এলআইসির দফতর আপনাকে সঠিক পথ বাতলে দেবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
 পলিসির নতুন কপি পাওয়ার জন্য আপনাকে একটি টাকা সংস্থাকে দিতে হবে ৷ বন্ডের কাগজে সাক্ষী ও পলিসি হোল্ডারের সই অবশ্যই থাকতে হবে ৷ তবে সব ক্ষেত্রেই সাক্ষী ও পলিসি হোল্ডারদের সই বাধ্যতামূলক নয় ৷ পরিস্থিতি সাপেক্ষে তা পরিবর্তিত হয়েছে ৷
পলিসির নতুন কপি পাওয়ার জন্য আপনাকে একটি টাকা সংস্থাকে দিতে হবে ৷ বন্ডের কাগজে সাক্ষী ও পলিসি হোল্ডারের সই অবশ্যই থাকতে হবে ৷ তবে সব ক্ষেত্রেই সাক্ষী ও পলিসি হোল্ডারদের সই বাধ্যতামূলক নয় ৷ পরিস্থিতি সাপেক্ষে তা পরিবর্তিত হয়েছে ৷
advertisement
5/5
আপনাকে প্রতিলিপি প্রদানের সঙ্গে সংস্থার পক্ষ থেকে আপনার দেওয়া বিবরণ দেখে আপনাকে দ্বিতীয় কপিটি দেবেন ৷ তবে নতুন কপি পলিসির শর্তাবলী একই থাকবে সে ক্ষেত্রে কোনও পরিবর্তন হবেনা ৷ ছবি সংগৃহীত ৷
আপনাকে প্রতিলিপি প্রদানের সঙ্গে সংস্থার পক্ষ থেকে আপনার দেওয়া বিবরণ দেখে আপনাকে দ্বিতীয় কপিটি দেবেন ৷ তবে নতুন কপি পলিসির শর্তাবলী একই থাকবে সে ক্ষেত্রে কোনও পরিবর্তন হবেনা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement