১ অক্টোবর থেকে এই তিন গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলছে জীবনে, হবে বেশি মুনাফা, ফেলবে প্রভাব
Last Updated:
আগামিকাল মাসের শেষ দিন ঠিক তারপরেই আসতে চলেছে অক্টোবর মাস, এই অক্টোবর বাঙালির কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ এই অক্টোবর মাসেই স্বল্প সঞ্চয় প্রকল্পে যেমন পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সব থেকে বেশি মুনাফা পাওয়া যাবে ৷ এই খবর স্বভাবত ভাবেই মুখের হাসিকে আরও চওড়া করে তুলবে ৷ তেমনই অন্য ক্ষেত্রে পকেটে পড়বে বাড়তি চাপ রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে এই অক্টোবর থেকেই ৷ অক্টোবর থেকেই বাড়তে পারে EMI এর টাকাও ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
স্বল্প সঞ্চয়ে সুদের বাড়ার খবর স্বস্তি দিলেও EMI এর বাড়ার খবর চিন্তায় রাখতে পারে ৷ কেননা EMI এর টাকা বাড়তে পারে ৷ ০.২৫ শতাংশ হারে বাড়তে পারে EMI ৷ ৫ অক্টোবর আরবিআই হয়ত রপোরেট বাড়াতে পারে তার ফলে বাড়তে পারে EMI এর পরিমাণ ৷ যদি এবারও রেপোরেট বাড়ে তাহলে পরপর তিনবার রেপোরেট বাড়বে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
সামনে দারুণ একটি সুযোগ আসছে ৷ কিনতে পারেন ইনস্টলমেন্ট বন্ড ৷ কোনও রাজনৈতিক দলকে চাঁদা দিতে হলে এবার থেকে নগদ টাকায় চাঁদা আর দেওয়া যাবেনা ৷ এই ইনস্টলমেন্ট বন্ডের মাধ্যমেই টাকা দিয়ে হবে ৷ এর জন্য KYC দরকার ৷ দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআইকে ইনস্টলমেন্ট বন্ড খোলার জন্য কেন্দ্র মঞ্জুর করেছে ৷ এসবিআই এর যেকোনও শাখায় ইনস্টলমেন্ট বন্ড করতে পারা যাবে ৷ ছবি সংগৃহীত ৷