

• শুধুমাত্র দেশের নয়, গোটা বিশ্বের সবচেয়ে ধনী অন্দ্প্রদেশের এই মন্দির ৷ অন্ধ্রের তিরুমালা তিরুপতি মন্দিরের মোট সম্পদের অঙ্কটি শুনলে চমকে যাবেন ৷


• কয়েক লক্ষ টাকা সম্পত্তির পাশাপাশি এই মন্দিরে সোনা রয়েছে ৯২৫৯ কেজিরও বেশি ৷ অর্থাৎ প্রায় ১০ হাজার কেজির কাছাকাছি সোনা রয়েছে তিরুপতি মন্দিরের কাছে ৷


• সেই সোনার কিছুটা অংশ একটি বিশেষ স্কিমে বিনিয়োগ করে তিরুপতি অতিরিক্ত আরও ৭০ কেজি সোনা আয় করেছে ৷


• কেন্দ্রীয় সরকারের গোল্ড মনিটাইজেশন স্কিমে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তিরুপতি বালাজি মন্দির ১৩১১ কেজি সোনা জমা রেখেছিল ২০১৬ সালে ৷ ৩ বছর পর সুদ হিসাবে আরও ৭০ কেজি সোনা লাভ করেছে তারা ৷


• সরকারের এই গোল্ড মনিটাইজেশন স্কিমে সল্প বা দীর্ঘ মেয়াদে সোনা রাখতে পারেন আপনিও ৷ সর্বনিম্ন ৩০ গ্রাম সোনা রাখা যায় এই স্কিমে ৷ সোনার বিশুদ্ধতা ৯৯৫ হওয়া চাই ৷ স্টোন বসানো গয়না হলে চলবে না ৷


• লকারে সোনা জমিয়ে তাতে ধুলো না ফেলে এই স্কিমে সোনা রাখুন ৷ লাভ হবে আপনারই ৷ ২০১৫ সালে এই স্কিম বাজারে এনেছিল মোদি সরকার ৷ শর্ট টার্মে ১-৩ বছর, মিড টার্মে ৫-৭ বছর ও লং টার্মে ১২ বছরের জন্য এই স্কিম চালু করতে পারেন ৷