Success Story: বীরভূম থেকে ইউরোপ, ১০০ বছরে এই সংস্থার সোনায় মোড়া ইতিহাস, চাল ও ভোজ্য তেলের রূপকথা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Success Story of Halder Group: ১০০ বছরের এই যাত্রাপথে শুধু ফুলের পাপড়ি বিছানো ছিল না। ছিল কাঁটাও। আর ছিল হার না মানা লড়াই। জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফেলে আসা সেই সব দিন, ১০০ বছরের পথ চলা উদযাপন করল হালদার গ্রুপ।
advertisement
advertisement
বীরভূম থেকে ইউরোপ। ঘরোয়া বাজার থেকে আন্তর্জাতিক বাজার, চুটিয়ে ব্যবসা করছে হালদার গ্রুপ। লক্ষ্য শুধু গ্রাহকের সন্তুষ্টি, শ্রেষ্ঠত্বে উত্তরণ। ব্যবসার শুরুটা হয়েছিল বৃন্দাবন চন্দ্র হালদার এবং মদন মোহন হালদারের হাত ধরে। বংশ পরম্পরায় বর্তমানে হালদার সাম্রাজ্যের দায়িত্ব বর্তেছে কেশব কুমার হালদারের হাতে। তিনিই হালদার ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দেখানো হয়েছে সংস্থার ১০০ বছরের ঐতিহাসিক যাত্রা নিয়ে তৈরি ছবি ‘দ্য মিল’। যা চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের মোকাবিলার, বাঙালির ব্যবসা করার গল্প বলে। ফুটে ওঠে কোম্পানির বিবর্তনের ইতিহাস।
advertisement
অনুষ্ঠানে কেশব কুমার হালদার বলেন, “প্রথম দিন থেকে চ্যালেঞ্জের মোকাবিলা করেছি আমরা। সুযোগ কাজে লাগিয়েছি। আমাদের প্রতিটা পদক্ষেপ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে।’’ একটা চালকল থেকে কীভাবে এই সাম্রাজ্য গড়ে উঠল, সেই গল্পও এদিন বলেন কেশব। ১৯৯৫ সালে দ্বিতীয় মিল কেনে হালদার গ্রুপ। ২০১৩ সালে পা রাখে বিশ্ব বাজারে। ২০১৬ সালে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় হালদার গ্রুপ। ২০১৮ সালে কোম্পানি নিয়ে আসে ভোজ্য তেলের ব্র্যান্ড ‘Odaana’।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। তিনি উচ্ছ্বসিত। বললেন, “হালদার গ্রুপের শতবর্ষ উদযাপনের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। এই অনুষ্ঠান প্রমাণ করে দিল অধ্যাবসায় এবং সঠিক দৃষ্টিভঙ্গী শক্তি কতখানি। আমাদের শেখায় সত্যিকারের অগ্রগতি ঐতিহ্যকে সম্মান করার মধ্যে দিয়েই আসে। খোঁজ চলে বৃহৎ-এর।’’
advertisement