Success Story: ২ সন্তান, স্বামীহারা মাত্র ২৫ বছরে, না ভেসে যাননি, নিজের কাজ করে আজ কোটিপতি এই মহিলা
- Published by:Debalina Datta
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Success Story: মাত্র ২৫ বছর বয়সেই হারিয়েছিলেন স্বামীকে, দুই সন্তানকে নিয়ে পড়েছিলেন অকূল পাথারে; আজ কোটি টাকার মালিক এই মহিলাই জোগাচ্ছেন অনুপ্রেরণা
: ব্যবসায় সফল হতে চাইলে কঠোর পরিশ্রম এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার প্রয়োজন হয়। এই গুণাবলীর ভিত্তিতে অনেকেই সফল উদ্যোগপতি হয়ে ওঠেন। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের রেণুকা মল্লিকও এমনই একজন মহিলা, যিনি ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলেন। আর আজ তিনি একজন সফল উদ্যোগপতি। তাঁর আয়ও এখন প্রচুর। তবে তাঁর যাত্রা শুধু ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসলে বহু মানুষকে অনুপ্রেরণাও জোগাচ্ছেন তিনি।
advertisement
এক সিঙ্গেল মাদারের সাফল্যের গল্প:রেণুকা বলেছেন যে, তাঁর বয়স যখন মাত্র ২৫ বছর, তখন তাঁর স্বামী এক দুর্ঘটনায় মারা যান। সেই সময় তাঁর দুই সন্তান ছিল। এর মধ্যে একজনের বয়স পাঁচ বছর আর অন্যজনের বয়স দেড় বছর। ফলে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, একা হাতে নিজের সন্তানদের মানুষ করা। প্রথম ২-৩ বছর কেটেছে সেই চিন্তাতেই।
advertisement
advertisement
এরপর শাড়ির ব্যবসা শুরু করেন রেণুকা। এতে কিছু অর্থ উপার্জন হয়, কিন্তু তবুও সন্তুষ্ট হননি তিনি। এদিকে সকলেই তাঁর রান্নার প্রশংসা করেন দেখে তিনি হোটেল ব্যবসা শুরু করার কথা ভাবেন। এরপর ছত্রপতি সম্ভাজিনগরের জ্যোতি নগর এলাকায় 'তুলজাই কিচেন' নামে একটি ছোট্ট হোটেল খোলেন। শুরুতে মাত্র ২ জন কর্মচারী ছিল। কিন্তু ধীরে ধীরে ব্যবসার প্রসার ঘটতে থাকে এবং তিনি সাফল্য পেতে শুরু করেন।
advertisement
অন্য মহিলাদের কর্মসংস্থান:রেণুকা এই ব্যবসার মাধ্যমে নিজের দুই সন্তানকে মানুষ করেছেন। এখানেই শেষ নয়, অন্য মহিলাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। গর্ব করে বলেন যে, “আজ আমার সঙ্গে ১৭ জন মহিলা এবং ৫ জন বাচ্চা কাজ করছে। নিজের জন্য যে ব্যবসা শুরু করেছি, সেখানে এখন অন্যদেরও কাজ করার সুযোগ দিতে পারছি। আমার বার্ষিক আয় ১ কোটি টাকারও বেশি। রেণুকার বার্তা, “আমি সমস্ত মহিলাকে বলতে চাই যে, আপনি যদি ব্যবসা করতে চান, তবে সাহস রাখুন আর অবশ্যই ব্যবসা করুন। এতে সাফল্য আসবেই।”