Share Market: লোকসভা ভোটের ফল প্রকাশের দিন শেয়ার বাজার থেকে কী আশা করবেন বিনিয়োগকারীরা? দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
৭ দফায় হয়েছে ২০২৪-এর লোকসভা ভোট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে।
মঙ্গলবার ২০২৪ লোকসভা ভোটের ফল ঘোষণা। ফলে ভারতীয় স্টক মার্কেট সূচক সেনসেক্স এবং নিফটি ৫০ শক্তিশালী লাভের সঙ্গে খোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। গিফট নিফটির ট্রেন্ড বেঞ্চমার্ক সূচকের জন্য ইতিবাচক সূচনা নিয়ে এসেছে। গিফট নিফটি ২৩,৫৭০ লেভেলের কাছাকাছি ট্রেড করছিল, নিফটি ফিউচার বন্ধের আগে প্রায় ১৬০ পয়েন্টে।
advertisement
৭ দফায় হয়েছে ২০২৪-এর লোকসভা ভোট। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে। সোমবার ইক্যুইটি সূচকে ব্যাপক উত্থান দেখেছেন বিনিয়োগকারীরা। বেঞ্চমার্ক নিফটি ৫০ ২৩,২০০ লেভেলের উপর বন্ধ হয়। বোঝা যাচ্ছে, ত্রৈমাসিকের জিডিপি হার থেকে বুথ ফেরত সমীক্ষায় বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহের অন্ত নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নিফটি ৫০ এবং ব্যাঙ্ক নিফটি-র থেকে কী আশা করতে পারেন বিনিয়োগকারীরা? ওপেন ইন্টারেস্ট (OI) তথ্য অনুযায়ী, কল সাইডে সর্বোচ্চ ২৩,৫০০ স্ট্রাইক প্রাইস, তারপর ২৪,০০০ স্ট্রাইক প্রাইস দেখা যাচ্ছে। চয়েস ব্রোকিং-এর রিসার্চ অ্যানালিস্ট মন্দার ভোজনে বলেছেন, ২৩,০০০ স্ট্রাইক প্রাইসের সঙ্গে যাওয়া ঠিক হবে। নিফটি ৫০ উল্লেখযোগ্য ব্যবধানের সঙ্গে সপ্তাহ শুরু করেছিল। ৩ জুন ৩ শতাংশের বেশি লাভের সঙ্গে বেঞ্চমার্ক ২৩,০০০-এর উপরে শেষ হয়।