Stock Market: ট্রাম্পের জয়ের খবর মিলতেই দালাল স্ট্রিটে খুশির হাওয়া, রকেটের মতো চড়চড়িয়ে উঠল সেনসেক্স, নিফটি

Last Updated:
Stock Market: মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তার ছোঁয়া এসে লাগল দালাল স্ট্রিটেও।
1/6
যেন রকেট। ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসা মাত্র চড়চড়িয়ে উঠল ভারতের শেয়ার বাজার। দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বুধবার সকালে বাজার কিছুটা অস্থির ছিল, হয়ত মার্কিন নির্বাচন নিয়ে জটিলতার কারণেই। কিন্তু বিকেলের দিকে ট্রাম্পের জয়ের খবর মিলতেই চোখের পলকে বদলে গেল পরিস্থিতি।
যেন রকেট। ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসা মাত্র চড়চড়িয়ে উঠল ভারতের শেয়ার বাজার। দালাল স্ট্রিটে খুশির হাওয়া। বুধবার সকালে বাজার কিছুটা অস্থির ছিল, হয়ত মার্কিন নির্বাচন নিয়ে জটিলতার কারণেই। কিন্তু বিকেলের দিকে ট্রাম্পের জয়ের খবর মিলতেই চোখের পলকে বদলে গেল পরিস্থিতি।
advertisement
2/6
নির্বাচনের শুরুতে ট্রাম্পকে সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কমলা হ্যারিস। কিন্তু সময় যত গড়ায় ললাট লিখনও তত স্পষ্ট হতে থাকে। ট্রাম্পের জয় ছিল সময়ের অপেক্ষা মাত্র। সেটাই হল। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তার ছোঁয়া এসে লাগল দালাল স্ট্রিটেও।
নির্বাচনের শুরুতে ট্রাম্পকে সমানে সমানে টক্কর দিচ্ছিলেন কমলা হ্যারিস। কিন্তু সময় যত গড়ায় ললাট লিখনও তত স্পষ্ট হতে থাকে। ট্রাম্পের জয় ছিল সময়ের অপেক্ষা মাত্র। সেটাই হল। মার্কিন প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। তার ছোঁয়া এসে লাগল দালাল স্ট্রিটেও।
advertisement
3/6
এদিন দুপুর ১টা নাগাদই স্পষ্ট হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন। প্রায় সঙ্গে সঙ্গে সেনসেক্সের সূচক ১০০০ পয়েন্ট থেকে বেড়ে ৮০,৫০০-এর ঘরে পৌঁছে যায়। নিফটিও দেয় লম্বা লাফ। সূচক পৌঁছে যায় ২৪,৫০০ পয়েন্টে। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে যে অস্থিরতা ছিল, তাও এক লহমায় উধাও।
এদিন দুপুর ১টা নাগাদই স্পষ্ট হয়ে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন। প্রায় সঙ্গে সঙ্গে সেনসেক্সের সূচক ১০০০ পয়েন্ট থেকে বেড়ে ৮০,৫০০-এর ঘরে পৌঁছে যায়। নিফটিও দেয় লম্বা লাফ। সূচক পৌঁছে যায় ২৪,৫০০ পয়েন্টে। গত কয়েক সপ্তাহ ধরে বাজারে যে অস্থিরতা ছিল, তাও এক লহমায় উধাও।
advertisement
4/6
ট্রাম্পের জয়ের খবর আসার পর সবচেয়ে বেশি বেড়েছে আইটি স্টকগুলো। নিফটি আইটি সূচক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কামাল করে দিয়েছে টিসিএস, এইচসিএলটেক, ইনফোসিস, টেক মহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ার। তবে ব্রোকারেজ সংস্থাগুলো আগেই এমন পূর্বাভাস দিয়েছিল। তারা জানিয়েছিল, রিপাবলিকানরা জিতলে সাময়িকভাবে মার্কিন ইক্যুইটিতে উন্নতি হতে পারে, যার প্রভাবে ভারতের আইটি স্টকগুলো বাড়বে।
ট্রাম্পের জয়ের খবর আসার পর সবচেয়ে বেশি বেড়েছে আইটি স্টকগুলো। নিফটি আইটি সূচক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কামাল করে দিয়েছে টিসিএস, এইচসিএলটেক, ইনফোসিস, টেক মহিন্দ্রা এবং উইপ্রোর শেয়ার। তবে ব্রোকারেজ সংস্থাগুলো আগেই এমন পূর্বাভাস দিয়েছিল। তারা জানিয়েছিল, রিপাবলিকানরা জিতলে সাময়িকভাবে মার্কিন ইক্যুইটিতে উন্নতি হতে পারে, যার প্রভাবে ভারতের আইটি স্টকগুলো বাড়বে।
advertisement
5/6
বুধবার সকালে গোটা বিশ্বেই শেয়ার বাজারগুলিতে তুমুল অস্থিরতা ছিল। তবে লাভের ঘরেই খাতা খুলেছিল ভারতের দালাল স্ট্রিট। এই দিনে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ আগেই দিয়েছিলেন বাজার বিশেষজ্ঞরা অবশ্য আগেই। তাঁরা আশঙ্কা করেছিলেন, ফল প্রকাশের সময় বাজার প্রচণ্ড অস্থির থাকতে পারে। তাই বিনিয়োগকারীদের বুঝে শুনে পা ফেলা উচিত।
বুধবার সকালে গোটা বিশ্বেই শেয়ার বাজারগুলিতে তুমুল অস্থিরতা ছিল। তবে লাভের ঘরেই খাতা খুলেছিল ভারতের দালাল স্ট্রিট। এই দিনে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ আগেই দিয়েছিলেন বাজার বিশেষজ্ঞরা অবশ্য আগেই। তাঁরা আশঙ্কা করেছিলেন, ফল প্রকাশের সময় বাজার প্রচণ্ড অস্থির থাকতে পারে। তাই বিনিয়োগকারীদের বুঝে শুনে পা ফেলা উচিত।
advertisement
6/6
ট্রাম্পের জয় মার্কিন ইক্যুইটিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর মধ্যে ইলন মাস্কের টেসলার মতো বড় কোম্পানির স্টকও রয়েছে। ইকুইরাসের অর্থনীতিবিদ অনীতা রঙ্গন বলছেন, “ট্রাম্পের জয় ভারতের জন্য ইতিবাচক হতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাছাড়া ডোনান্ড ট্রাম্পের সঙ্গেও গঠনমূলক সম্পর্ক রয়েছে ভারতের। সেটাও কাজে আসতে পারে এই সময়।” নির্বাচনী ফলাফল বেরনোর আগে দাঁড়িপাল্লা কার দিকে বেশি ভারি সেই অনুমান করতে গিয়ে বাজার অস্থির হয়ে উঠেছিল। এবার স্বস্তি মিলল।
ট্রাম্পের জয় মার্কিন ইক্যুইটিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর মধ্যে ইলন মাস্কের টেসলার মতো বড় কোম্পানির স্টকও রয়েছে। ইকুইরাসের অর্থনীতিবিদ অনীতা রঙ্গন বলছেন, “ট্রাম্পের জয় ভারতের জন্য ইতিবাচক হতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাছাড়া ডোনান্ড ট্রাম্পের সঙ্গেও গঠনমূলক সম্পর্ক রয়েছে ভারতের। সেটাও কাজে আসতে পারে এই সময়।” নির্বাচনী ফলাফল বেরনোর আগে দাঁড়িপাল্লা কার দিকে বেশি ভারি সেই অনুমান করতে গিয়ে বাজার অস্থির হয়ে উঠেছিল। এবার স্বস্তি মিলল।
advertisement
advertisement
advertisement