Share Market: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক পতন, ভারতে সেনসেক্স কমল ২,৫০০ পয়েন্ট, নিফটি রয়েছে ২৪ হাজারের ঘরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Sensex: মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে।
বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
advertisement
advertisement
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
advertisement
advertisement
advertisement
advertisement