স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
নতুন চার্জ ৩১ মার্চ ২০২০ থেকে লাগু করা হবে ৷
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশজুড়ে তাদের লকার চার্জ বাড়িয়ে দিল ৷ নতুন চার্জ ৩১ মার্চ ২০২০ থেকে লাগু করা হবে ৷ র জেরে বছরে লকার চার্জ প্রায় ৫০০ টাকা বেড়ে যেতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ছোট লকারের চার্জ ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে ৷ অন্যদিকে এক্সট্রা লার্জ লকারের দাম ৯০০০ টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
advertisement
ব্যাঙ্কে লকার নেওয়ার নিয়ম কী- RBI এর নোটিফিকেশন অনুযায়ী, যে কোনও ব্যক্তি যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছাড়াও লকার নিতে পারবেন ৷ কিন্তু লকার ভাড়া ও সিকিউরিটি ডিপোজিটের জন্য বিনা অ্যাকাউন্টে লকার পরিষেবা দিতে চায় না ৷ শুধু তাই নয় বেশ কিছু ব্যাঙ্ক বড় অঙ্কের এফডি করানোর জন্যেও জোর দিয়ে থাকে ৷ তাই যেখানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে লকার নেওয়ায় ভাল বলে মনে করা হয় ৷
advertisement
এসবিআই-এর মিডিয়াম সাইজ লকারের দাম এবার ১০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ বড় লকারের ভাড়া ২০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে ৷ নতুন রেট কেবল মেট্রো শহর ও শহরাঞ্চলে লাগু করা হবে ৷ এর মধ্যে GST সামিল নেই ৷ এসবিআই ছোট শহরগুলিতে এবং গ্রামীণ অঞ্চলে সস্তায় লকার পরিষেবা দিয়ে থাকে ৷ এই সমস্ত এলাকায় লকারের চার্জ ১৫০০ টাকা থেকে শুরু হয় এবং ৯০০০ টাকা পর্যন্ত হয় ৷
advertisement
লকার ব্যবহারের পদ্ধতি - প্রত্যেক লকারের দুটি চাবি হয় ৷ একটি গ্রাহক ও আরেকটি ব্যাঙ্কে কাছে থাকে ৷ দুটি চাবি একসঙ্গে ব্যবহার করলেই লকার খোলা যাবে ৷ বছরে কত বার আপনি লকার অপারেট করতে পারবেন তারও সীমা নির্দিষ্ট করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ বছরে কতবার লকার অপারেট করতে পারবেন তার সীমা প্রত্যেক ব্যাঙ্কের ক্ষেত্রে আলাদা হয় ৷
advertisement