New Business Ideas: এই তীব্র দাবদাহে শুরু করুন এই ব্যবসা, পকেটে উপচে পড়বে টাকা
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চাকরির পাশাপাশি কিংবা চাকরি ছেড়ে এমন ব্যবসা করা যেতে পারে। আজ সেই বিষয়েই কথা বলা যাক।
প্রখর গরমে নাজেহাল অবস্থা। রোদ মাথার উপর চড়লেই পথঘাট জনশূন্য। এই মুহূর্তে ঠান্ডা পানীয় কিংবা ঠান্ডা আইসক্রিমই খালি খেতে ইচ্ছে করে। ফলে বোঝাই যাচ্ছে গরমে ঠান্ডা খাদ্যদ্রব্যের ব্যবসা কতটা লাভজনক হতে পারে। এমনিতে বিভিন্ন সংস্থায় ছাঁটাই চলছে। আবার ছাঁটাইয়ের কোপে না পড়লেও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ফলে সব মিলিয়ে অবস্থা তেমন ভাল নয়। ফলে চাকরির পাশাপাশি কিংবা চাকরি ছেড়ে এমন ব্যবসা করা যেতে পারে। আজ সেই বিষয়েই কথা বলা যাক।
advertisement
মনে হতে পারে যে, আইসক্রিম কিংবা জ্যুস অথবা লস্যির ব্যবসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। আদতে এই ব্যবসা কিন্তু নিজের বাড়ি থেকেও শুরু করা যেতে পারে। কারণ এখন ক্লাউড কিচেনের যুগ। ফলে আইসক্রিম পার্লার বা জ্যুসের দোকান করার মতো মূলধন না থাকলেও অসুবিধা নেই। নিজের বাড়িতে আইসক্রিম বানিয়ে তা ডেলিভারি দেওয়া যেতে পারে। অনেকেই ডেলিভারির মাধ্যমেই আইসক্রিম আনিয়ে থাকেন। আর মূলধন থাকলে তো কথাই নেই!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ব্যবসা সংক্রান্ত জরুরি বিষয়: এর পর ডেলিভারি সংক্রান্ত প্ল্যান ছকে ফেলতে হবে। ডেলিভারির বিষয়টা যাতে সতর্ক ভাবে করা হয়, সেক্ষেত্রে জোর দিতে হবে। খেয়াল রাখতে হবে, তা যেন গলে না যায়। ৪০০-৫০০ বর্গফুটের ছোট্ট একটা দোকান অথবা ফুড ট্রাক নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে গড় বিনিয়োগের পরিমাণ ৫ থেকে ১০ লক্ষ টাকা। তবে ঝাঁ-চকচকে একটা দোকান করতে খরচ পড়বে প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি। সেই সঙ্গে চাহিদা ও সামর্থ্য রয়েছে, এমন এলাকাকে ব্যবসার জন্য বেছে নিতে হবে। আইসক্রিম অথবা জ্যুস বা লস্যির ব্যবসা করতে গেলে ফুড এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স করাতে হবে।