মোদি সরকারের সিদ্ধান্তে হিট এই ব্যবসা! প্রতি মাসে আয় করতে পারবেন ৫০ হাজার টাকা
Last Updated:
কম ইনভেস্ট করে বেশি লাভ করতে চান ? তাহলে আপনিও জুটের ব্যাগের ব্যবসা শুরু করতে পারেন ৷
সম্প্রতি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করে মোদি সরকার ৷ জোর দেওয়া হবে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকে। এমনকি প্লাস্টিকের পণ্যের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ আর এর জেরে লাভবান হতে চলেছে গোল্ড ফাইবার অথার্ৎ জুট ব্যবসায়ীরা ৷ প্লাস্টিকে নিষেধাজ্ঞার জেরে জুটের ডিমান্ড বেড়ে গিয়েছে ৷ এবং জুট মিলগুলি সম্প্রতি বড় অর্ডার পাচ্ছে ৷ ডিমান্ড এতটাই বেড়ে গিয়েছে যে জুটের ব্যাগ তৈরি করে যে ইউনিট তাদের সরকারের কাছে আবেদন করতে হয় যে যাতে এখনই আর অর্ডার না দেয় ৷
advertisement
advertisement
একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিড়লা কর্পোরেশনের ইউনিট বিড়লা জুট মিলের ২০ লক্ষ ব্যাগ তৈরির অর্ডারের জন্য তাদের প্রোডাকশন বাড়াতে হবে ৷ বিড়লা জুট মিলের তরফে জানানো হয়েছে যে তারা গত বছর এই ইউনিট চালু করেছে যা প্রতি মাসে ১,৫০,০০০ ব্যাগ তৈরি করে ৷ তবে ডিমান্ড থেকে শীঘ্রই আরও এরম একটি ইউনিট তৈরি করার তাদের পরিক্লনা রয়েছে ৷
advertisement
advertisement
advertisement
একটি ইউনিট লাগানোর জন্য ৫টি সেলাইয়ের মেশিন লাগবে ৷ এই মেশিনে প্রায় ৯০ হাজার টাকা খরচ হবে ৷ এছাড়া ১ লক্ষ ৪ হাজার টাকা ব্যাঙ্কিং ক্যাপিটালের দরকার পড়বে ৷ এছাড়া অন্য খরচের জন্য লাগবে ৫৮ হাজার টাকা ৷ অথার্ৎ আপনার প্রোজেক্টের ক্যাপিটল কস্ট প্রায় ২.৫২ লক্ষ টাকা ৷ এর জন্য আপনি লোনও পেয়ে যাবেন ৷ প্রোজেক্ট রিপোর্ট অনুযায়ী, এই হিসেবে বছরে আপনি ৯ হাজার শপিং ব্যাগ, ৬ হাজার লেডিজ ব্যাগ, ৭৫০০ স্কুল ব্যাগ, ৯ হাজার জুটের হ্যান্ড ব্যাগ ও ৬ হাজার জুটের ব্যাম্বু ফোল্ডার বছরে তৈরি করতে পারবেন ৷ সমস্ত কিছু নিয়ে আপনার বছরে খরচ হবে ২৭.৯৫ লক্ষ টাকা ৷ আপনার সেলস রেভিনিউ ৩২.২৫ লক্ষ টাকা হবে ৷ অথার্ৎ আপনার অপারেটিং প্রোফিট ৪.৩০ লক্ষ টাকা হবে ৷ মানে মাসে প্রায় ৩৬ হাজার টাকা ৷