Shocking Gold Price: বেড়েই চলেছে সোনার দাম, কোথায় গিয়ে থামবে ?

Last Updated:
Shocking Gold Price: সোনার দাম রোজই বাড়ছে। আন্তর্জাতিক চাহিদা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ডলারের দামের প্রভাব মিলিয়ে বাড়ছে এই মূল্য। কোথায় গিয়ে থামবে এই ঊর্ধ্বগতি?
1/6
বর্তমানে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার প্রেক্ষিতে সোনার দাম বেড়েই চলেছে। ভারতীয় বাজারে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনার দর। বিয়ে, পুজো বা বিনিয়োগ—সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব থাকায়, এর দামে পরিবর্তন সাধারণ মানুষের উপর বড়সড় প্রভাব ফেলছে।
বর্তমানে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার প্রেক্ষিতে সোনার দাম বেড়েই চলেছে। ভারতীয় বাজারে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সোনার দর। বিয়ে, পুজো বা বিনিয়োগ—সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব থাকায়, এর দামে পরিবর্তন সাধারণ মানুষের উপর বড়সড় প্রভাব ফেলছে।
advertisement
2/6
বিশেষজ্ঞদের মতে, সোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতা আপাতত থামার কোনও লক্ষণ নেই। যতদিন না আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসে, ততদিন পর্যন্ত সোনার দাম চড়া থাকবেই। তবে একাংশের মতে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস, বা ডলারের মান পতনের সম্ভাবনা থাকলে সোনার দামে সাময়িক পতন ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতা আপাতত থামার কোনও লক্ষণ নেই। যতদিন না আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসে, ততদিন পর্যন্ত সোনার দাম চড়া থাকবেই। তবে একাংশের মতে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস, বা ডলারের মান পতনের সম্ভাবনা থাকলে সোনার দামে সাময়িক পতন ঘটতে পারে।
advertisement
3/6
বর্তমানে যারা সোনা কিনে বিনিয়োগ করতে চান, তাদের জন্য সতর্কতা জরুরি। দাম চূড়ায় থাকার সময় সরাসরি গয়না কেনার পরিবর্তে গোল্ড ইটিএফ (Gold ETF) বা ডিজিটাল গোল্ডের দিকে ঝোঁকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে রিস্ক কিছুটা কম থাকে এবং লিকুইডিটি বেশি থাকে।
বর্তমানে যারা সোনা কিনে বিনিয়োগ করতে চান, তাদের জন্য সতর্কতা জরুরি। দাম চূড়ায় থাকার সময় সরাসরি গয়না কেনার পরিবর্তে গোল্ড ইটিএফ (Gold ETF) বা ডিজিটাল গোল্ডের দিকে ঝোঁকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে রিস্ক কিছুটা কম থাকে এবং লিকুইডিটি বেশি থাকে।
advertisement
4/6
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
advertisement
5/6
শুক্রবার ৮ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৬২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৯০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৫১২১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

শুক্রবার ৮ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৬২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৯০৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৫১২১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement