সোনা ও হিরের গয়নায় প্রচুর ছাড় ! দীপাবলি-ধনতেরাস উপলক্ষে রইল দুর্দান্ত গয়নার সম্ভার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
advertisement
ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে এই অফারে ক্রেতারা সোনা এবং হীরের গয়নার কেনাকাটিতে বিপুল সুবিধা পাবেন। এই মেগা উৎসবের অফার ঘোষণা করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন বলেন, “ধনতেরাস আর দিওয়ালি হল আনন্দ করার সময় আর এই সময়টা গয়না কেনার পক্ষে শুভ। এই উৎসবের মেজাজটা মাথায় রেখে আমরা সেরা গয়না দিচ্ছি আকর্ষণীয় অফারে, যাতে ক্রেতার গয়না কিনতে গিয়ে এক নজিরবিহীন অভিজ্ঞতা হয়। এছাড়া আমরা ১৯৯৯/- টাকার বেশি মূল্যের হীরের গয়নায় সুদবিহীন ইএমআই এবং বিনামূল্যে বিমার সুবিধা দিচ্ছি। ক্রেতাদের কাছ থেকে সুদ নেওয়া হবে না, কোন প্রসেসিং চার্জও নেওয়া হবে না।”
advertisement
RBI-এর নির্দেশ অনুযায়ী সমস্ত কাগজপত্র ভরার পরেই ক্রেতাকে ইএমআই-এর সুযোগ দেওয়া হবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিজাইন আর বৈচিত্র্যের উদ্দেশ্য হল সবরকমের ক্রেতাকে পছন্দসই সোনা, হিরে, প্ল্যাটিনাম, রূপো এবং ফ্যাশন জুয়েলারি কেনার সুযোগ দেওয়া। ৫০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের গয়না পাওয়া যাবে একই স্টোরে ৷ সেই গয়নার মধ্যে আছে রোজকার ব্যবহারের জন্য এবং কাজের জায়গায় পরবার মত এভারলাইট কালেকশন, আসন্ন বিয়ের মরশুমে কনেদের জন্য বিবাহ কালেকশন, স্টাইলিশ পুরুষদের জন্য অহম কালেকশন এবং পার্টিতে পরে যাওয়ার জন্য গসিপ সিলভার অ্যান্ড ফ্যাশন জুয়েলারি কালেকশন।
advertisement
১৮ ক্যারাটের গয়নার সাবেকি ডিজাইন এই গয়নাগুলোর দাম সাধ্যের মধ্যেই ৷ আর মজুরি কম বা বাজেটের মধ্যে হওয়ায় অফার সমেত এই গয়নাগুলো আপনাকে আপনার টাকার উপযুক্ত মূল্য দেয়। একগুচ্ছ অফার পাওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত •হীরের গয়নার জন্য সুদবিহীন ইএমআই এবং বিনামূল্যে বিমা পাওয়া যাবে, প্রোসেসিং ফি থাকবে না • প্রতি ১০ গ্রাম সোনার গয়নায় ৩০০০ টাকা ছাড় •হীরের গয়নায় ২৫% পর্যন্ত ছাড় • সোনার গয়নার মজুরি তে ছাড় শুরু ৮% থেকে , প্ল্যাটিনামের গয়নার মজুরিতে ২০% ছাড় • সিলভার অ্যান্ড গসিপ কালেকশনে ১৫% ছাড় ৷