Self Help Group: মহিলারা কীভাবে ব্যবসার জন্য লোন পাবেন! কত টাকা পাওয়া যায় প্রথমে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Loan for Self Help Group: কীভাবে শুরু করবেন নিজের উদ্যোগ৷ সর্বাধিক কত লোন পাবেন
: আপনি কি মহিলা? লোন নিয়ে নিজের ব্যবসা করতে চাইছেন? কীভাবে পাবেন সেল্ফ হেল্প গ্রুপের লোন? কত টাকা পাবেন প্রথম অবস্থায় । একটা সময় ছিল যখন মহিলারা শুধুমাত্র সংসার ও সন্তান সামলাতেন। কিন্তু বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি মহিলারা স্বনির্ভর। বাড়ির চার দেওয়ালে আর নিজেকে আটকে না রেখে তারা এখন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন ।
advertisement
advertisement
advertisement
জানা যায় জেলার প্রতিটা ব্লকে ব্লকে মহিলাদের নিয়ে এই সেল্ফ হেল্প গ্রুপ গঠন করা হয়। হেমতাবাদ ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর প্রধান,ফুলাইয়া বেগম বলেন, হেমতাবাদ ব্লকে ইতিমধ্যে দুটো সেল্ফ হেল্প গ্রুপ রয়েছে । এই গ্রুপে স্বনির্ভর গোষ্ঠীর একেকজন মহিলা সদস্যকে বছরে ৫৯৩ টাকা জমা রাখতে হবে সরকারের কাছে।তারপর সেই মহিলাদেরকে প্রথম বছরে এক লাখ টাকা লোন দেওয়া হয়।
advertisement
দু- বছরে আড়াই লক্ষ টাকা ও তারপর তিনবছর পর তিন লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। ফুলাইয়া বেগম জানান,হেমতাবাদ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ইতিমধ্যেই সত্তর শতাংশ মহিলা ছয় লক্ষ টাকার মতো লোন পেয়েছে। এই লোন নিয়ে তারা কেউ কৃষিকাজ করছে ,কেউ বা ছাগল প্রতিপালন করছে কেউ বা আবার বাড়িতেই জৈব সার কিংবা বিভিন্ন ধরনের ব্যবসা করছেন। Input- Piya Gupta