SBI: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ! এবার mCASH পরিষেবা বন্ধ করতে চলেছে ব্যাঙ্ক

Last Updated:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে যে ৩০ নভেম্বর, ২০২৫-এর পরে mCASH (Sending & Claiming) পরিষেবা বন্ধ হয়ে যাবে।
1/5
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ এবার ৩০ নভেম্বর, ২০২৫-এর পর OnlineSBI ও YONO Lite-এ mCASH (Sending & Claiming) সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, থার্ড পার্টি বেনিফিশিয়ারিদের কাছে টাকা পাঠানোর জন্য UPI, IMPS, NEFT, RTGS ইত্যাদি বিকল্প লেনদেনের মাধ্যম ব্যবহার করুন।
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ এবার ৩০ নভেম্বর, ২০২৫-এর পর OnlineSBI ও YONO Lite-এ mCASH (Sending & Claiming) সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, থার্ড পার্টি বেনিফিশিয়ারিদের কাছে টাকা পাঠানোর জন্য UPI, IMPS, NEFT, RTGS ইত্যাদি বিকল্প লেনদেনের মাধ্যম ব্যবহার করুন।
advertisement
2/5
mCASH হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)–র পূর্বে চালু করা একটি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার পরিষেবা। এর মাধ্যমে প্রাপকের ব্যাঙ্কক অ্যাকাউন্টের তথ্য না জেনেও সহজে টাকা পাঠানো যেত।
mCASH হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)–র পূর্বে চালু করা একটি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার পরিষেবা। এর মাধ্যমে প্রাপকের ব্যাঙ্কক অ্যাকাউন্টের তথ্য না জেনেও সহজে টাকা পাঠানো যেত।
advertisement
3/5
SBI mCASH কী?SBI YONO Lite ব্যবহারকারীরা প্রাপকের মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে—বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন না করেই—থার্ড পার্টির কাছে টাকা ট্রান্সফার করতে পারেন। “Fund Transfer” মেনুতে থাকা “mCash” লিঙ্ক ব্যবহার করে নির্দিষ্ট প্রাপকের জন্য mCASH তৈরি করা যায়।
SBI mCASH কী?SBI YONO Lite ব্যবহারকারীরা প্রাপকের মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করে—বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন না করেই—থার্ড পার্টির কাছে টাকা ট্রান্সফার করতে পারেন। “Fund Transfer” মেনুতে থাকা “mCash” লিঙ্ক ব্যবহার করে নির্দিষ্ট প্রাপকের জন্য mCASH তৈরি করা যায়।
advertisement
4/5
এই পরিষেবার জন্য প্রতি লেনদেনে মাত্র ২.৫০ টাকা নামমাত্র চার্জ নেওয়া হত। প্রাপকের দিক থেকে দেখলে, টাকা পেতে SBI অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল না — যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টই চলত। প্রেরক mCASH লেনদেন শুরু করলেই, প্রাপক একটি লিঙ্ক পেতেন এসএমএস বা ইমেলের মাধ্যমে, প্রেরক যে বিকল্পটি বেছে নিতেন তার ভিত্তিতে।
এই পরিষেবার জন্য প্রতি লেনদেনে মাত্র ২.৫০ টাকা নামমাত্র চার্জ নেওয়া হত।প্রাপকের দিক থেকে দেখলে, টাকা পেতে SBI অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল না — যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টই চলত। প্রেরক mCASH লেনদেন শুরু করলেই, প্রাপক একটি লিঙ্ক পেতেন এসএমএস বা ইমেলের মাধ্যমে, প্রেরক যে বিকল্পটি বেছে নিতেন তার ভিত্তিতে।
advertisement
5/5
লিঙ্কের সঙ্গে SBI একটি ৮-সংখ্যার পাসকোডও পাঠাত। প্রাপককে সেই পাসকোড ব্যবহার করে State Bank mCASH পেজে (যা OnlineSBI-এর প্রি-লগইন স্ক্রিনে পাওয়া যায়) অথবা State Bank mCASH অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে টাকা দাবি করতে হত।
লিঙ্কের সঙ্গে SBI একটি ৮-সংখ্যার পাসকোডও পাঠাত। প্রাপককে সেই পাসকোড ব্যবহার করে State Bank mCASH পেজে (যা OnlineSBI-এর প্রি-লগইন স্ক্রিনে পাওয়া যায়) অথবা State Bank mCASH অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে টাকা দাবি করতে হত।
advertisement
advertisement
advertisement