SBI: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ! এবার mCASH পরিষেবা বন্ধ করতে চলেছে ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে যে ৩০ নভেম্বর, ২০২৫-এর পরে mCASH (Sending & Claiming) পরিষেবা বন্ধ হয়ে যাবে।
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ এবার ৩০ নভেম্বর, ২০২৫-এর পর OnlineSBI ও YONO Lite-এ mCASH (Sending & Claiming) সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে এসবিআই। গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, থার্ড পার্টি বেনিফিশিয়ারিদের কাছে টাকা পাঠানোর জন্য UPI, IMPS, NEFT, RTGS ইত্যাদি বিকল্প লেনদেনের মাধ্যম ব্যবহার করুন।
advertisement
advertisement
advertisement
এই পরিষেবার জন্য প্রতি লেনদেনে মাত্র ২.৫০ টাকা নামমাত্র চার্জ নেওয়া হত।প্রাপকের দিক থেকে দেখলে, টাকা পেতে SBI অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল না — যে কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্টই চলত। প্রেরক mCASH লেনদেন শুরু করলেই, প্রাপক একটি লিঙ্ক পেতেন এসএমএস বা ইমেলের মাধ্যমে, প্রেরক যে বিকল্পটি বেছে নিতেন তার ভিত্তিতে।
advertisement
