SBI Scheme: স্টেট ব্যাঙ্কে ১ লাখ টাকা জমা করে পেয়ে যাবেন বিপুল রিটার্ন ! জেনে নিন কোনও স্কিমে এই সুবিধা মিলবে

Last Updated:
SBI Schemes : সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে আলাদা সুদের হার। জেনে নিন কোন স্কিমে মিলবে এই সুবিধা।
1/5
চলতি বছর অনেকের জন্য একদিকে স্বস্তি নিয়ে এসেছে, আবার অন্যদিকে কিছু মানুষের জন্য হতাশাও বয়ে এনেছে। আসলে, RBI রেপো রেট কমানোর ফলে, একদিকে সব ধরনের ঋণ সস্তা হয়ে গিয়েছে, অন্যদিকে ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো সঞ্চয় প্রকল্পে আগের তুলনায় সুদের হার কমে গিয়েছে। তবে, কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের FD-তে এখনও চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে।  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এমন এক FD স্কিম রয়েছে, যেখানে মাত্র ১ লক্ষ টাকা জমা করেই আপনি ২২,৪১৯ টাকার নির্দিষ্ট সুদ আয় করতে পারেন।
চলতি বছর অনেকের জন্য একদিকে স্বস্তি নিয়ে এসেছে, আবার অন্যদিকে কিছু মানুষের জন্য হতাশাও বয়ে এনেছে। আসলে, RBI রেপো রেট কমানোর ফলে, একদিকে সব ধরনের ঋণ সস্তা হয়ে গিয়েছে, অন্যদিকে ফিক্সড ডিপোজিট (FD)-এর মতো সঞ্চয় প্রকল্পে আগের তুলনায় সুদের হার কমে গিয়েছে। তবে, কিছু নির্দিষ্ট ব্যাঙ্কের FD-তে এখনও চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এমন এক FD স্কিম রয়েছে, যেখানে মাত্র ১ লক্ষ টাকা জমা করেই আপনি ২২,৪১৯ টাকার নির্দিষ্ট সুদ আয় করতে পারেন।
advertisement
2/5
স্টেট ব্যাঙ্কের এফডি-তে মিলছে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য এফডি-তে ৩.৩০ শতাংশ থেকে শুরু করে সর্বাধিক ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এসবিআই-তে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডি করা যায়।
স্টেট ব্যাঙ্কের এফডি-তে মিলছে ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ
৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য এফডি-তে ৩.৩০ শতাংশ থেকে শুরু করে সর্বাধিক ৭.১০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এসবিআই-তে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডি করা যায়।
advertisement
3/5
SBI-এর বিশেষ

SBI-এর বিশেষ "অমৃত বৃষ্টি এফডি স্কিম"-এ ৪৪৪ দিনের জন্য সাধারণ নাগরিকরা সর্বোচ্চ ৬.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.১০ শতাংশ সুদ দিচ্ছে ।
দেশের এই বৃহত্তম সরকারি ব্যাঙ্ক ৩ বছরের মেয়াদি এফডি-তে সাধারণদের জন্য ৬.৩০ শতাংশ এবং প্রবীণদের জন্য ৬.৮০ শতাংশ সুদের সুবিধা দিচ্ছে।
advertisement
4/5
যদি সাধারণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কে ৩ বছরের জন্য ১,০০,০০০ টাকা এফডি করেন, তাহলে মেয়াদপূর্তির সময় আপনি মোট ১,২০,৬২৬ টাকা পাবেন ৷ এর মধ্যে ২০,৬২৬ টাকা সুদ হিসেবে মিলবে।
যদি সাধারণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কে ৩ বছরের জন্য ১,০০,০০০ টাকা এফডি করেন, তাহলে মেয়াদপূর্তির সময় আপনি মোট ১,২০,৬২৬ টাকা পাবেন ৷ এর মধ্যে ২০,৬২৬ টাকা সুদ হিসেবে মিলবে।
advertisement
5/5
অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে একই মেয়াদে ১,০০,০০০ টাকা এফডি করলে, মেয়াদপূর্তির সময় মিলবে ১,২২,৪১৯ ৷ অর্থাৎ সুদ হিসেবে মিলবে ২২,৪১৯ টাকা । উল্লেখযোগ্য বিষয় হল, এফডি স্কিমে নির্দিষ্ট সময় পর গ্যারান্টির সঙ্গে নির্ধারিত হারে সুদ মেলে এবং এতে কোনও অনিশ্চয়তা থাকে না। এটি একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বিকল্প।

অন্যদিকে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে একই মেয়াদে ১,০০,০০০ টাকা এফডি করলে, মেয়াদপূর্তির সময় মিলবে ১,২২,৪১৯ ৷ অর্থাৎ সুদ হিসেবে মিলবে ২২,৪১৯ টাকা ।
উল্লেখযোগ্য বিষয় হল, এফডি স্কিমে নির্দিষ্ট সময় পর গ্যারান্টির সঙ্গে নির্ধারিত হারে সুদ মেলে এবং এতে কোনও অনিশ্চয়তা থাকে না। এটি একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বিকল্প।
advertisement
advertisement
advertisement