FD-র উপর দেশের কোন ব্যাঙ্ক সবথেকে বেশি হারে সুদ দিচ্ছে? HDFC, ICICI না কি SBI? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Fixed Deposit Rate: বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার ৷
আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র সভা। তাতে সুদের হার কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে ফিক্সড ডিপোজিট বা এফডি-তে সুদের হার সংশোধন করা হতে পারে। HDFC ব্যাঙ্ক ৩ কোটি টাকা পর্যন্ত এফডি-চে ৭.৯ শতাংশ সুদ দিচ্ছে। আবার ICICI ব্যাঙ্ক সেখানে সর্বোচ্চ ৭.৮ শতাংশ সুদ দিচ্ছে। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) দিচ্ছে ৭.৫০ শতাংশ সুদ। দেখে নেওয়া যাক, এফডি-র উপর সুদের হার।
advertisement
HDFC ব্যাঙ্কের এফডি রেট:-৭ দিন থেকে ১৪ দিন: সাধারণ মানুষের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ।
-১৫ দিন থেকে ২৯ দিন: সাধারণ মানুষের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ।
-৩০ দিন থেকে ৪৫ দিন: সাধারণ মানুষের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ।
-৪৬ দিন থেকে ৬০ দিন: সাধারণ মানুষের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ।
-৬১ দিন থেকে ৮৯ দিন: সাধারণ মানুষের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ।
advertisement
-৯০ দিন থেকে ৬ মাস: সাধারণ মানুষের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ।-৬ মাস ১ দিন থেকে ৯ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ।
-৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ।
-১ বছর থেকে ১৫ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৬.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০ শতাংশ।
-১৫ মাস থেকে ১৮ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
-১৮ মাস থেকে ২১ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ।
-২১ মাস থেকে ২ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
advertisement
-২ বছর ১ দিন থেকে ২ বছর ১১ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।-২ বছর ১১ মাস থেকে ৩৫ মাস: সাধারণ মানুষের জন্য ৭.৩৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৮৫ শতাংশ।
-২ বছর ১১ মাস ১ দিন থেকে ৩ বছরের কম বা সমান: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
-৩ বছর ১ দিনের কম থেকে ৪ বছর: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
-৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাস: সাধারণ মানুষের জন্য ৭.৪০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৯০ শতাংশ।
-৪ বছর ৭ মাস ১ দিন থেকে ৫ বছরের কম বা সমান: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
-৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
advertisement
SBI এফডি রেট:-৭ দিন থেকে ৪৫ দিন: সাধারণ মানুষের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ।
-৪৬ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ মানুষের জন্য ৫.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.০০ শতাংশ।
-১৮০ দিন থেকে ২১০ দিন: সাধারণ মানুষের জন্য ৬.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫ শতাংশ।
-২১১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.০০ শতাংশ।
advertisement
-১ বছর থেকে ২ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৬.৮০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩০ শতাংশ।-২ বছর থেকে ৩ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
-৩ বছর থেকে ৫ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৬.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ।
-৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: সাধারণ মানুষের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ শতাংশ।
advertisement
ICICI ব্যাঙ্কের এফডি রেট:-৭ দিন থেকে ২৯ দিন: সাধারণ মানুষের জন্য ৩.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ।
-৩০ দিন থেকে ৪৫ দিন: সাধারণ মানুষের জন্য ৩.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.০০ শতাংশ।
-৪৬ দিন থেকে ৬০ দিন: সাধারণ মানুষের জন্য ৪.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৭৫ শতাংশ।
-৬১ দিন থেকে ৯০ দিন: সাধারণ মানুষের জন্য ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.০০ শতাংশ।
-৯১ দিন থেকে ১৮৪ দিন: সাধারণ মানুষের জন্য ৪.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.২৫ শতাংশ।
-১৮৫ দিন থেকে ২৭০ দিন: সাধারণ মানুষের জন্য ৫.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.২৫ শতাংশ।
advertisement
-২৭১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ মানুষের জন্য ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ।-১ বছর থেকে ১৫ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০ শতাংশ।
-১৫ মাস থেকে ১৮ মাসের কম: সাধারণ মানুষের জন্য ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৮০ শতাংশ।
-১৮ মাস থেকে ২ বছর: সাধারণ মানুষের জন্য ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ।
advertisement