দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI ৷ নিন্দুকেরা বলেন, কোনও পরিষেবাই নাকি বিনামূল্যে দেয় না এই ব্যাঙ্ক ৷ এমনকী সামান্য পরিষেবার বিনিময়ে আদায় করে চড়া চার্জ ৷ কিন্তু এবার নিন্দুকদের মুখে পড়তে চলেছে ছাই ৷ গ্রাহকদের জন্য অসাধারণ অফার এনেছে এসবিআই ৷ SBI এবার গ্রাহকদের এমন সুযোগ দিচ্ছে যা অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহকেরা পান না ৷
এবার নগদ ছাড়াই শপিংয়ের সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ বিনামূল্যেই গ্রাহকদের ক্লাসিক শপিং কার্ডের সুবিধা দিচ্ছে SBI ৷ শুধু তাই নয় SBI ক্লাসিক ডেবিট এবং শপিং কার্ড ব্যবহার করে ফ্রিডম রিওয়ার্ডস পয়েন্ট পাবেন গ্রাহকেরা ৷ যার মাধ্যমে নগদ ছাড়াই শপিং করতে পারবেন কার্জ ব্যবহারকারীরা ৷ তবে এই কার্ড ব্যবহার করে তোলা যাবে নগদ টাকাও ৷