Double Your Money: ৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Double Your Money; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা।
advertisement
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা।
বিনিয়োগ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড স্কিমকে সেরা বিকল্প বলে মনে করা হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে ২৬% থেকে ৩৮% হারে সুদ রিটার্ন দিয়েছে।
এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতি বছরে ২৮% থেকে ৪১% পর্যন্ত ধামাকা রিটার্ন পেয়েছেন।
বিনিয়োগ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড স্কিমকে সেরা বিকল্প বলে মনে করা হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে ২৬% থেকে ৩৮% হারে সুদ রিটার্ন দিয়েছে।
এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতি বছরে ২৮% থেকে ৪১% পর্যন্ত ধামাকা রিটার্ন পেয়েছেন।
advertisement
advertisement
SBI Long Term Equity Fund -
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫৭% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.০৯% হারে রিটার্ন দিয়েছে।
SBI Healthcare Opportunities Fund -
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫১% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৬.৫২% হারে রিটার্ন দিয়েছে।
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫৭% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.০৯% হারে রিটার্ন দিয়েছে।
SBI Healthcare Opportunities Fund -
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫১% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৬.৫২% হারে রিটার্ন দিয়েছে।
advertisement
SBI Contra Fund -
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৫.৫৫% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ২৮.৮৩% হারে রিটার্ন দিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের এই এসআইপির মাধ্যমে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করে ৩ বছরে প্রায় ৫.৪৪ লাখ টাকা থেকে ৬.৪ লাখ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে।
এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৫.৫৫% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ২৮.৮৩% হারে রিটার্ন দিয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের এই এসআইপির মাধ্যমে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করে ৩ বছরে প্রায় ৫.৪৪ লাখ টাকা থেকে ৬.৪ লাখ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে।