স্টেট ব্যাঙ্ক থেকে 'লিক' হল লক্ষ লক্ষ গ্রাহকদের নথি

Last Updated:
1/5
স্টেট ব্যাঙ্কে আপনার সব নথি সুরক্ষিত তো ? এই প্রশ্ন করার সময় এসেছে ৷ কারণ এসবিআইয়ের মুম্বইয়ের অফিস থেকে লক্ষ লক্ষ নথি লিক হয়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে যে ব্যাঙ্ক ব্যালেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন বিষয়যুক্ত যে নথি রয়েছে, সেগুলোই খোয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
স্টেট ব্যাঙ্কে আপনার সব নথি সুরক্ষিত তো ? এই প্রশ্ন করার সময় এসেছে ৷ কারণ এসবিআইয়ের মুম্বইয়ের অফিস থেকে লক্ষ লক্ষ নথি লিক হয়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে যে ব্যাঙ্ক ব্যালেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন বিষয়যুক্ত যে নথি রয়েছে, সেগুলোই খোয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
2/5
ব্যাঙ্কের অসুরক্ষিত সার্ভার থেকে এই গুরুত্বপূর্ণ নথিগুলি ছড়িয়ে গিয়েছে বলেই খবর ৷ এরফলে অনেক গ্রাহকের ডেটাই এখন জনসমক্ষে এসে পড়েছে বলেই সন্দেহ ৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ এসবিআই কর্তাদের ৷
ব্যাঙ্কের অসুরক্ষিত সার্ভার থেকে এই গুরুত্বপূর্ণ নথিগুলি ছড়িয়ে গিয়েছে বলেই খবর ৷ এরফলে অনেক গ্রাহকের ডেটাই এখন জনসমক্ষে এসে পড়েছে বলেই সন্দেহ ৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ এসবিআই কর্তাদের ৷
advertisement
3/5
কতক্ষণ যে এইভাবে অসুরক্ষিতভাবে ছিল ব্যাঙ্কের সার্ভার, তা জানা যায়নি ৷ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই যান্ত্রিক সমস্যাটি মিটিয়ে ফেলা হয় ৷ ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে ৷ সামনে চলে এসেছে অসংখ্য নথি ৷
কতক্ষণ যে এইভাবে অসুরক্ষিতভাবে ছিল ব্যাঙ্কের সার্ভার, তা জানা যায়নি ৷ ধরা পড়ার সঙ্গে সঙ্গেই যান্ত্রিক সমস্যাটি মিটিয়ে ফেলা হয় ৷ ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে ৷ সামনে চলে এসেছে অসংখ্য নথি ৷
advertisement
4/5
ব্যাঙ্কের বক্তব্য এটি SBI Quick-র সার্ভারের ৷ SBI Quick পরিষেবা কলের মাধ্যমে শুধুমাত্র গ্রাহকদের ব্যালেন্স চেক করতে সাহায্য করে ৷ বা এর মাধ্যমে SMS পান গ্রাহকরা ৷ তবে  SBI Quick-র সঙ্গে যেহেতু গ্রাহকদের ফোন নম্বর যুক্ত, তাই SBI Quick-এর সার্ভারের ডেটা চুরি হওয়া মানেই আপনার ব্যাঙ্কের সমস্ত নথিও বিপদের মুখে ৷ যখন তখন টাকা এধার-ওধার হতেই পারে ৷
ব্যাঙ্কের বক্তব্য এটি SBI Quick-র সার্ভারের ৷ SBI Quick পরিষেবা কলের মাধ্যমে শুধুমাত্র গ্রাহকদের ব্যালেন্স চেক করতে সাহায্য করে ৷ বা এর মাধ্যমে SMS পান গ্রাহকরা ৷ তবে SBI Quick-র সঙ্গে যেহেতু গ্রাহকদের ফোন নম্বর যুক্ত, তাই SBI Quick-এর সার্ভারের ডেটা চুরি হওয়া মানেই আপনার ব্যাঙ্কের সমস্ত নথিও বিপদের মুখে ৷ যখন তখন টাকা এধার-ওধার হতেই পারে ৷
advertisement
5/5
২০১৬-এ প্রচুর পরিমাণ ডেবিড কার্ড জাল হওয়ার ফলে গ্রাহকদের টাকা খোয়া গিয়েছিল ৷ ইদানিং আধার ও অন্য পরিচয় পত্র জাল করেও ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটছে ৷ তাই সাবধান থাকুন ৷ কোন রকম অনিমিত ফোন কল বা এসএমএস পেলেই ব্যাঙ্কে দ্রুত যোগাযোগ করুন ৷
২০১৬-এ প্রচুর পরিমাণ ডেবিড কার্ড জাল হওয়ার ফলে গ্রাহকদের টাকা খোয়া গিয়েছিল ৷ ইদানিং আধার ও অন্য পরিচয় পত্র জাল করেও ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটছে ৷ তাই সাবধান থাকুন ৷ কোন রকম অনিমিত ফোন কল বা এসএমএস পেলেই ব্যাঙ্কে দ্রুত যোগাযোগ করুন ৷
advertisement
advertisement
advertisement