করোনা মহামারীর মধ্যে প্রবীণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন স্কিম নিয়ে হাজির দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফি ইন্ডিয়া ৷ স্টেট ব্যাঙ্কের পাশাপাশি HDFC ও ICICI ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য শুরু করল বিশেষ এফডি স্কিম ৷ নতুন স্কিম অনুযায়ী, কোনও প্রবীণ নাগরিক যদি এই ব্যাঙ্কগুলিতে এফডি করায় তাহলে তাদের অতিরিক্ত সুদ দেওয়া হবে ৷ তবে এর জন্য ব্যাঙ্কের তরফে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ যোজনা ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত লাগু রয়েছে ৷
SBI
>> প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কের তরফে ‘SBI We-care Deposit’ নিয়ে আসা হয়েছে ৷
>> ১২ মে ২০২০ থেকে এই গ্রাহকদের জন্য এই সুবিধা শুরু করা হয়েছে ৷
>> ৫ বছর বা তার বেশি সময়ের জন্য এফডি করা তে হবে ৷
>> ‘SBI We-care Deposit’ ০.৮০ শতাংশ অতিরিক্ত সুদ মিলবে ৷
>> ম্যাচিউর হওয়ার আগে টাকা তুলে নিলে ০.৩০ শতাংশ এক্সট্রা সুবিধা মিলবে না ৷
>> বিশেষ এফডি প্ল্যানে এফডি করালে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৬.২০ শতাংশ সুদ ৷ ২৭ মে থেকে এই সুদের হার লাগু করা হয়েছে ৷
>> এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকার এফডি করা যেতে পারে ৷
HDFC Bank
>> HDFC ব্যাঙ্ক এই স্কিমের নাম দিয়েছে 'HDFC Senior Citizen Care' ৷
>> ১৮ মে ২০২০ থেকে এই স্কিম লাগু করা হয়েছে ৷
>> ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য এই স্কিম করা যেতে পারে ৷
>> এই স্কিমে এফডি করালে মিলবে ৬.২৫ শতাংশ সুদ ৷ এই রেট ১২ জুন থেকে লাগু করা হয়েছে ৷
>> সাধারণ এফডি থেকে ০.৭৫ শতাংশ বেশি সুদ মিলবে ৷
>> টাকা ম্যাচিউর হওয়ার আগে তুলে নিলে ০.২৫ শতাংশের লাভ মিলবে না ৷
>> ৫ বছরের আগে টাকা তুললে ১ শতাংশ পেনাল্টি দিতে হবে ৷
অধিকতম ২ কোটি টাকার এফডি করা যেতে পারে ৷
ICICI Bank
>> ICICI ব্যাঙ্কে এই স্কিমকে 'ICICI Bank Golden Years' বলা হয় ৷
>> ২০ মে ২০২০ থেকে চালু করা হয়েছে স্কিম ৷
>> ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য করা যেতে পারে এফডি ৷
>> সাধারণ এফডি-র থেকে ০.৮০ শতাংশ বেশি সুদ মিলবে ৷
>> ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৬.৫৫ শতাংশ সুদ দিয়ে থাকে ৷
>> ৫ বছরের আগে টাকা তুললে দিতে হবে ১ শতাংশ পেনাল্টি ৷
>> এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকা রাখা যাবে ৷