50 Thousand Rupees Salary, How Much Should You Save ? আপনার বেতন কি ৫০ হাজার টাকা ? মাসে কত টাকা সঞ্চয় করা সঠিক হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
50 Thousand Rupees Salary, How Much Should You Save ? সঞ্চয় নির্ভর করে অভ্যাসের উপর, আয়ের অঙ্কের উপর নয়। মাসে ৫০,০০০ টাকা আয় করেও সঠিক সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তোলা সম্ভব।
advertisement
মাসে ৫০,০০০ টাকা আয় হলে কতটা সঞ্চয় করা উচিত?ফিনান্সিয়াল এক্সপার্টদের মতে, মাসিক আয়ের অন্তত ৩০% থেকে 40% সঞ্চয় করা সবচেয়ে ভাল। সেই হিসেবে—মাসিক বেতন: ৫০,০০০ টাকাআদর্শ সঞ্চয়: ১৫,০০০ টাকা – ২০,০০০ টাকা প্রতি মাসেশুরুর দিকে যদি এতটা সঞ্চয় সম্ভব না হয়, তাহলে অন্তত ১০,০০০ টাকা দিয়ে শুরু করাও ভাল সিদ্ধান্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








