Currency: মধ্যরাতে Air Strike...! ভারতের ১ টাকা আজ পাকিস্তানে কত? ১ লক্ষ টাকা নিয়ে গেলে কত টাকা হবে জানেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Currency: পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৪ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.৩৪ টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*পাকিস্তানি রুপি (PKR), স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ১৯৪৯ সালে চালু করে। পাকিস্তানি টাকায় মহম্মদ আলি জিন্নাহর ছবি থাকে। ৫ মে-এর আন্তর্জাতিক মুদ্রা তালিকা অনুযায়ী, পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৪ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.৩৪ টাকা। এতে আপনি ভারত ও পাকিস্তানের টাকার মূল্যের তফাত বুঝতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*পাকিস্তানের মুদ্রা চালুর সময়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের মুদ্রা মুদ্রণ করেছিল। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। ডলারের নিরিখে মূল্য বিচার করলে পাকিস্তানি টাকার অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৮১.৩৬ পাকিস্তানি টাকা। গত কয়েক বছরে ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত পতন হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
*পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে সঙ্কটে। দিন দিন আরও দাম বাড়ছে জিনিসপত্রের। গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। (Disclaimer: ডলারের বিচারে প্রত‍্যেকদিন বদলে যায় প্রতিটি দেশের মুদ্রার মূল‍্য, এই প্রতিবেদনে উল্ল‍্যেখিত মূল‍্য প্রতিবেদন প্রকাশের তারিখের ভিত্তিতে লেখা)