Bank locker : ব্যাঙ্কের লকারে গয়না রাখছেন? কিংবা লকার ভাড়া নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন এই পাঁচ নিয়ম

Last Updated:
বাড়ির নিকটবর্তী ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য শুধু কেওয়াইসি আপডেট করা জরুরি।
1/7
গয়না কিংবা জরুরি কাগজপত্র নিরাপদে রাখার জন্য অনেকেই ব্যাঙ্কের লকার ভাড়া নিয়ে থাকেন। ব্যাঙ্কে যাঁদের লকার আছে কিংবা যাঁরা নতুন লকার খুলতে চাইছেন, তাঁদের এই সংক্রান্ত কিছু নিয়ম জেনে রাখা ভাল। সেই বিষয়গুলির প্রসঙ্গেই উল্লেখ করা হল।
গয়না কিংবা জরুরি কাগজপত্র নিরাপদে রাখার জন্য অনেকেই ব্যাঙ্কের লকার ভাড়া নিয়ে থাকেন। ব্যাঙ্কে যাঁদের লকার আছে কিংবা যাঁরা নতুন লকার খুলতে চাইছেন, তাঁদের এই সংক্রান্ত কিছু নিয়ম জেনে রাখা ভাল। সেই বিষয়গুলির প্রসঙ্গেই উল্লেখ করা হল।
advertisement
2/7
ব্যাঙ্ক লকার সংক্রান্ত পাঁচ নিয়ম১. যে কোনও ব্যাঙ্কে লকার নেওয়া যেতে পারে। এমনকী এর জন্য যে আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তার কোনও মানে নেই। ধরা যাক, একটি ব্যাঙ্কে কোনও গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে। তো দ্বিতীয় একটি ব্যাঙ্কে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট।
ব্যাঙ্ক লকার সংক্রান্ত পাঁচ নিয়ম১. যে কোনও ব্যাঙ্কে লকার নেওয়া যেতে পারে। এমনকী এর জন্য যে আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তার কোনও মানে নেই। ধরা যাক, একটি ব্যাঙ্কে কোনও গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে। তো দ্বিতীয় একটি ব্যাঙ্কে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট।
advertisement
3/7
অন্য দিকে, অন্য একটি ব্যাঙ্ক আবার তাঁর বাড়ির একদম কাছেই রয়েছে। অথচ বাড়ির কাছে থাকা ওই ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রে তিনি চাইলে বাড়ির নিকটবর্তী ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য শুধু কেওয়াইসি আপডেট করা জরুরি।
অন্য দিকে, অন্য একটি ব্যাঙ্ক আবার তাঁর বাড়ির একদম কাছেই রয়েছে। অথচ বাড়ির কাছে থাকা ওই ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট নেই। সেক্ষেত্রে তিনি চাইলে বাড়ির নিকটবর্তী ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য শুধু কেওয়াইসি আপডেট করা জরুরি।
advertisement
4/7
২. এই সংক্রান্ত একটি সাধারণ সমস্যার বিষয় হল, অনেক ব্যাঙ্কই জানায় যে, তাদের ব্যাঙ্কে লকার খালি নেই। ২০২১-এর অগাস্টে আরবিআই নীতির পরিবর্তনের ফলে সমস্ত ব্যাঙ্ক খালি লকার এবং গ্রাহকদের ওয়েটলিস্টের রেকর্ড তৈরি করতে বাধ্য। ফলে যখন গ্রাহক আবেদন জানাবেন, তখন তাঁর আবেদনের উত্তর দিতে হবে। লকার খালি থাকলে গ্রাহককে তাঁর পছন্দমতো লকার দিতে হবে। আর খালি না থাকলে তাঁর ওয়েটলিস্ট নম্বর দিতে হবে।
২. এই সংক্রান্ত একটি সাধারণ সমস্যার বিষয় হল, অনেক ব্যাঙ্কই জানায় যে, তাদের ব্যাঙ্কে লকার খালি নেই। ২০২১-এর অগাস্টে আরবিআই নীতির পরিবর্তনের ফলে সমস্ত ব্যাঙ্ক খালি লকার এবং গ্রাহকদের ওয়েটলিস্টের রেকর্ড তৈরি করতে বাধ্য। ফলে যখন গ্রাহক আবেদন জানাবেন, তখন তাঁর আবেদনের উত্তর দিতে হবে। লকার খালি থাকলে গ্রাহককে তাঁর পছন্দমতো লকার দিতে হবে। আর খালি না থাকলে তাঁর ওয়েটলিস্ট নম্বর দিতে হবে।
advertisement
5/7
৩. লকার খোলার সময় গ্রাহকদের কাছে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট করার আবেদন জানাতে পারে। এমনটা নতুন গ্রাহকদের ক্ষেত্রেই করা হয়ে থাকে। এটা অনেক সময়ই কঠোর বলে মনে হতে পারে, তবে এর অন্তর্নিহিত যুক্তি হল, লকারের খেলাপি বা অবহেলার ক্ষেত্রে ব্যাঙ্কের সাহায্য নিশ্চিত করা।
৩. লকার খোলার সময় গ্রাহকদের কাছে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট করার আবেদন জানাতে পারে। এমনটা নতুন গ্রাহকদের ক্ষেত্রেই করা হয়ে থাকে। এটা অনেক সময়ই কঠোর বলে মনে হতে পারে, তবে এর অন্তর্নিহিত যুক্তি হল, লকারের খেলাপি বা অবহেলার ক্ষেত্রে ব্যাঙ্কের সাহায্য নিশ্চিত করা।
advertisement
6/7
৪. লকারের ক্ষেত্রে বহু মানুষ মনোনয়ন বা নমিনেশনের বিষয়টা এড়িয়ে যান। তবে এখন নমিনেশনের সুবিধা দেওয়া ব্যাঙ্কগুলির জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে লকারের ক্ষেত্রেও নমিনি দেওয়া আবশ্যক।
৪. লকারের ক্ষেত্রে বহু মানুষ মনোনয়ন বা নমিনেশনের বিষয়টা এড়িয়ে যান। তবে এখন নমিনেশনের সুবিধা দেওয়া ব্যাঙ্কগুলির জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ফলে লকারের ক্ষেত্রেও নমিনি দেওয়া আবশ্যক।
advertisement
7/7
৫. মনে রাখতে হবে যে, লকারে যা রাখা হচ্ছে, সেটা কিন্তু বিমাকৃত নয়। লকারে গচ্ছিত সামগ্রীর জন্য ব্যাঙ্ক বিমা অফার করতে পারে না। যদিও ব্যাঙ্কের উপর কিছু দায় বর্তায়, তবে সেটা খুবই সীমিত।
৫. মনে রাখতে হবে যে, লকারে যা রাখা হচ্ছে, সেটা কিন্তু বিমাকৃত নয়। লকারে গচ্ছিত সামগ্রীর জন্য ব্যাঙ্ক বিমা অফার করতে পারে না। যদিও ব্যাঙ্কের উপর কিছু দায় বর্তায়, তবে সেটা খুবই সীমিত।
advertisement
advertisement
advertisement