পুজোর গয়নার অনবদ্য কালেকশন ‘অপরাজিতা’, সেরা ডিজাইনের সঙ্গে থাকছে দুর্দান্ত অফারও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তনিশ্ক্-এর পুজো কালেকশন ‘অপরাজিতা’ - ঐতিহ্য, কারুশিল্প এবং ডিজাইনের প্রকৃত সঙ্গমে তৈরি।
advertisement
advertisement
advertisement
দুর্গা পুজোর উদ্দীপনায় ধীরে ধীরে মেতে ওঠার সাথে দেশের অন্যতম সেরা গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ এই দুর্গা পুজোর শুভ উৎসবের আনন্দ আরও বাড়াতে নিয়ে এল এক এক্সক্লুসিভ পুজো কালেকশন - ‘অপরাজিতা’। এই সম্ভারটি মূলত হলুদ সোনায় তৈরি এবং বাংলার ঐতিহ্যবাহী নকশার এক অনন্য স্পর্শ এর মধ্যে রয়েছে। মা-কে ঘরে ফিরিয়ে আনতে এবং কারিগরদের পরম ভালবাসা ও নিষ্ঠা সহকারে বানানো এই স্পেশাল গয়নার কালেকশন ‘অপরাজিতা’ আগের চেয়ে আরও সুন্দর করে তুলবে এই উৎসব উদযাপন।
advertisement
advertisement
advertisement