৪ সমবায় ব্যাঙ্ককে আর্থিক জরিমানা RBI-র, আপনার অ্যাকাউন্ট রয়েছে? গ্রাহকদের টাকার কী হবে?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চারটি সমবায় ব্যাঙ্ক এবং একটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক।
চারটি সমবায় ব্যাঙ্ক এবং একটি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক। সমবায় ব্যাঙ্কগুলি হল - নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মেহসানা আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সাংলি সহকারী ব্যাঙ্ক লিমিটেড, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড। এনবিএফসি হল স্যাপারস ফিনান্স অ্যান্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড।
advertisement
ইউসিবি-তে জালিয়াতি: মনিটরিং এবং রিপোর্টিং মেকানিজমের পরিবর্তন' এবং 'রক্ষণাবেক্ষণ' সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর নির্দেশিকা না মানায় নাসিক মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৪৮.৩০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি এই সমবায় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেরিতে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে আরবিআই।
advertisement
advertisement
advertisement
পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ‘বোর্ড অফ ডিরেক্টরস – ইউসিবি’ সংক্রান্ত নির্দেশিকা না মানার জন্যই এই জরিমানা বলে জানা গিয়েছে। পাশাপাশি শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, পুদুক্কোট্টাই কো অপারেটিভ টাউন ব্যাঙ্ক লিমিটেড ব্যাঙ্কিং নিয়মের বিপরীতে গিয়ে পরিচালকদের ঋণের পরিমাণ বাড়িয়েছে।
advertisement
advertisement








