Ratan Tata Successor: কে হবেন রতন টাটার উত্তরাধিকারী...? নোয়েল টাটা না অন্য কেউ? চমকে দেবে সম্ভাব্য সেই 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Ratan Tata Successors: এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে টাটা গ্রুপ রতন টাটার মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছে। তবে তাঁর মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে জল্পনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রায় চল্লিশ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন নোয়েল এন. টাটা। সম্প্রতি একাধিক টাটা গ্রুপ কোম্পানিজের বোর্ডে রয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হল - ট্রেন্ট-এর চেয়ারম্যান, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোল্টাস অ্যান্ড টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং টাটা স্টিল ও টাইটান কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
advertisement
বোর্ড অফ স্যার রতন টাটা এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টি পদে রয়েছেন তিনি। ২০১০ সালের অগাস্ট মাস এবং ২০২১ সালের নভেম্বর মাসের মধ্যবর্তী সময়কালে টাটা গ্রুপের ট্রেডিং এবং ডিস্ট্রিবিউশন শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেই ছিল নোয়েল টাটার শেষ একজিকিউটিভ অ্যাসাইনমেন্ট। তাঁর তত্ত্বাবধানে সংস্থা প্রচুর অগ্রগতির সাক্ষী থেকেছে।
advertisement
৫০০ মিলিয়ন মার্কিন ডলারের টার্নওভার চলে গিয়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলারের উর্ধ্বে। টাটা ইন্টারন্যাশনালের পাশাপাশি ট্রেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন নোয়েল টাটা। বলা ভাল, সমস্ত ক্ষেত্রে ট্রেন্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৯৮ সালে একটি স্টোর থেকে শুরু হয়েছিল যাত্রা। আর আজ রয়েছে ৭০০টিরও বেশি স্টোর।
advertisement
advertisement
নোয়েলের তিন সন্তান ৫টি টাটা ট্রাস্টস বোর্ড সিট পাবেন:চলতি বছরের গোড়ার দিকে নিজেদের ৫টি জনহিতৈষী সংস্থার বোর্ডে নোয়েল টাটার তিন সন্তানকে নিয়োগ করেছে টাটা গ্রুপ। লিয়া, মায়া এবং নেভিলি-কে পাঁচটি ট্রাস্টের ট্রাস্টি বানানো হয়েছে। টাটা ট্রাস্টসের মূল শাখার মধ্যে রয়েছে স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট।
advertisement