দেশের অন্যতম বড় ব্যাঙ্ক পঞ্জাব নাশনাল বাঙ্কে অ্যাকাউন্ট (Punjab National Bank) থাকলেই আপনার জন্য আসতে চলেছে বিরাট খবর পেতে পারেন ৷
2/ 11
চাকরিজীবীদের জন্য বিরাট খবর আসতে চলেছে কেননা পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্কে (PNB MySalary Account) খুলতে হবে ৷ এছাড়াও এই অ্যাকাউন্টে ব্যাঙ্ক বেশ কিছু সুবিধা দিয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
পিএনবির পক্ষ থেকে দেওয়া এই তথ্য অনুসারে স্যালারিকে ভালভাবে ম্যানেজ করতে চাইলে 'PNB MySalary Account' অ্যাকাউন্ট খুলতেই হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
হঠাৎ করে দুর্ঘটনা হলে ওভারড্রাফ্টের (বেশি টাকা তোলার সুবিধা) সুবিধা পেতে পারেন ৷ একই সঙ্গে সুইপ সুবিধাও পাবেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট থাকলে বিমার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু সুবিধা পেতে পারেন ৷ মাই স্যালারি অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোন্যাল অ্যাক্সিডেন্ট কভার দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
অর্থাৎ এই অ্যাকাউন্ট খুললে অত্যন্ত সুবিধা পেতে পারেন ৷ এই অ্যাকাউন্টের চারটি ক্যাটাগরি আছে ৷ ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত যাঁদের বেতন সেই ক্যাটাগরিকে সিলভার ক্যাটাগরি বলা হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
২৫,০০১ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত যাঁদের মাসিক বেতন তাঁদের গোল্ড ক্যাটাগরিতে রাখা হয় ৷ ৭৫,০০১ টাকা থেকে ১,৫০,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
যাঁদের মাসিক বেতন তাঁদের প্রিমিয়াম ক্যাটাগরি ও ১,৫০,০০১ টাকার উপরে যাঁদের মাসিক বেতন তাঁদের প্ল্যাটিনাম ক্যাটাগরিতে রাখা হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের ওভারড্রাফ্টের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ সিলভার ক্যাটাগরির গ্রাহকদের জন্য ৫০ হাজার টাকার ওভার ড্রাফ্টের সুবিধা থাকে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
গোল্ড ক্যাটাগরিতে ১,৫০,০০০ টাকার ওভারড্রাফ্টের সুবিধা পাবেন ৷ যাঁরা প্রিমিয়াম ক্যাটাগরিতে আছে তাঁরা ২,২৫,০০০ টাকার ওভারড্রাফ্টের সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
যাঁদের প্ল্যাটিনাম কার্ড আছে তাঁরা ৩,০০,০০০ টাকার ওভারড্রাফ্টের সুবিধা পাবেন ৷ https://www.pnbindia.in/salary saving products.html এই লিঙ্কে ক্লিক করে আরও বিশদ জানতে পারেন ৷ প্রতীকী ছবি ৷