Profit Making Tips: ধান চাষে লাভ চান? মেনে চলুন এই নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Profit Making Tips: ধান চাষে ভাল ফলন ও বেশি লাভ পেতে দরকার সঠিক যত্ন ও বৈজ্ঞানিক নিয়ম মেনে চলা।
পশ্চিম মেদিনীপুর জেলা বিখ্যাত ধান চাষের জন্য। জেলার অধিকাংশ চাষি ধান চাষের উপর নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। চলতি মরশুমে, প্রায় ৯০ শতাংশ কৃষি জমিতে ধান চাষ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, দাঁতন, সবং, পিংলা, কেশিয়াড়ি সহ বিভিন্ন ব্লকে বিঘার পর বিঘা চাষযোগ্য জমিতে ধানের চাষ হয়েছে। তবে রোয়ার পর কী কী সার বা কীটনাশক প্রয়োগ করা উচিত, জানুন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
ইতিমধ্যেই রোয়ার কাজ সম্পন্ন। বিভিন্ন সার, কীটনাশক কিংবা জৈব উপায়ে ধান গাছের ছোট্ট চারা রোপন করা শেষ। এবার ধান গাছ বৃদ্ধির সময়। এই সময় চাষের জমিতে কী কী ধরনের সার বা ওষুধ প্রয়োগ করা উচিত, জানালেন পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের সহ কৃষি অধিকর্তা সৌমেন মন্ডল। তিনি জানান, "রোপনের পর গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা উচিত। তাও শিশির ভেজা পাতা না থাকলেই তবে স্যার প্রয়োগ করা যাবে। এক্ষেত্রে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে।"(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement
advertisement