Money Making Tips: সারাবছর বাজারে চাহিদা তুঙ্গে! এই ফলের চাষ শুরু করলে রাতারাতি মালামাল! আগামী ৫ বছর থাকবে না আয়ের চিন্তাও
- Published by:Salmali Das
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
এদিকে বিহারের সারণ জেলায় কৃষকরা ঐতিহ্যবাহী কৃষিকাজ ছেড়ে অর্থকরী ফসল চাষের দিকে ঝুঁকছেন। এর থেকে তাঁরা বেশ ভাল আয়ও করছেন।
advertisement
advertisement
advertisement
কলা চাষ এবং এর বিশেষত্ব:রামেশ্বর সিং জি৯, মালভোগ ও অলপান জাতের কলা রোপণ করেছেন। এইসব জাতের কলা শুধু স্বাদেই চমৎকার নয়, বাজারে এগুলি থেকে বেশ ভাল দামও পাওয়া যায়। রামেশ্বর সিং জৈব পদ্ধতিতে কলা চাষ করেছেন। যার কারণে ফসলের ফলন অনেক ভাল হচ্ছে। আর বাজারে অর্গানিক কলার চাহিদাও তো বেশি। যার কারণে দামও পাওয়া যায় ভালই। জৈব চাষের সবচেয়ে বড় সুবিধা হল - এর থেকে উৎপাদিত ফল ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত। এগুলো স্বাস্থ্যের জন্যও উপকারী।
advertisement
advertisement
প্রচুর অর্থ উপার্জন:কৃষক রামেশ্বর সিং, এক একর জমিতে কলা চাষ করে বছরে ১ থেকে দেড় লক্ষ টাকা আয় করছেন। তিনি বলেন, একবার কলা চাষ করলে কৃষকরা সহজেই ৫ থেকে ৬ বছর ভাল আয় করতে পারেন। কারণ জৈব চাষের সুযোগ বাড়ছে, এবং বাজারেও এর চাহিদা ক্রমাগত বাড়ছে। কলা বা জৈব পদ্ধতিতে উৎপাদিত অন্যান্য ফসল বেশি দামে বিক্রি হয়, ফলে কৃষকদের ভাল লাভ হচ্ছে।
advertisement