GST Council Meeting: ফের চাপ বাড়বে? ১৪৩টি সামগ্রীর দাম বৃদ্ধির সম্ভাবনা! কেন্দ্রের বড় পরিকল্পনায় রাজ্যের রায়ের আবেদন

Last Updated:
GST Council Meeting: এক সঙ্গে বেশ কিছু খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে চলেছে
1/10
সূত্রের খবর আগামী মাসে জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে কেন্দ্র বেশ কয়েকটি জিনিসের দামের পরিবর্তন করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর আগামী মাসে জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে কেন্দ্র বেশ কয়েকটি জিনিসের দামের পরিবর্তন করতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
ইন্ডিয়ান এক্সপ্রেসের (India Express) একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে মোদি সরকার ১৪৩ টি দ্রব্যের জিএসটি দর বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
ইন্ডিয়ান এক্সপ্রেসের (India Express) একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে মোদি সরকার ১৪৩ টি দ্রব্যের জিএসটি দর বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
জানতে পারা যাচ্ছে কেন্দ্রের লক্ষ্য রাজস্ব বৃদ্ধি একই সঙ্গে রাজ্যগুলি যাতে কেন্দ্রে উপরে নির্ভর না করে সেই কারণেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
জানতে পারা যাচ্ছে কেন্দ্রের লক্ষ্য রাজস্ব বৃদ্ধি একই সঙ্গে রাজ্যগুলি যাতে কেন্দ্রে উপরে নির্ভর না করে সেই কারণেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
জানতে পারা যাচ্ছে ১৪৩টি সামগ্রীর মধ্যে ৯২ শতাংশ বস্তুর জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ স্ল্যাবে নিয়ে যাওয়া হবে ৷ অন্তত খবর এমনটাই ৷ প্রতীকী ছবি ৷
জানতে পারা যাচ্ছে ১৪৩টি সামগ্রীর মধ্যে ৯২ শতাংশ বস্তুর জিএসটি ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ স্ল্যাবে নিয়ে যাওয়া হবে ৷ অন্তত খবর এমনটাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
২০১৭, ২০১৮ বা ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে যে সমস্ত সামগ্রীর দর কমানো হয়েছিল সেই সমস্ত জিনিসপত্রের এবার সেই বিষয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
২০১৭, ২০১৮ বা ২০১৯ লোকসভা নির্বাচনের সময়ে যে সমস্ত সামগ্রীর দর কমানো হয়েছিল সেই সমস্ত জিনিসপত্রের এবার সেই বিষয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
সূত্রের খবর যেই বস্তুগুলির ডিএসটি দর বাড়তে চলেছে সেই বস্তুগুলি হল পাঁপড় (Papad), গুড়, পাওড়ার ব্যাঙ্ক (Power Bank), ঘড়ি (Watch), সুটকেস, হ্যান্ডব্যাগ (Hand Bag) ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর যেই বস্তুগুলির ডিএসটি দর বাড়তে চলেছে সেই বস্তুগুলি হল পাঁপড় (Papad), গুড়, পাওড়ার ব্যাঙ্ক (Power Bank), ঘড়ি (Watch), সুটকেস, হ্যান্ডব্যাগ (Hand Bag) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
দাম বাড়তে পারে সুগন্ধি (Perfume), ৩২ ইঞ্চির রঙিন টিভি, চকলেট, চুইংগাম, আখরোট, ক্যাস্টার্ড পাউডার, কালো চশমা, চশমার ফ্রেম, চামড়ার সামগ্রী, অপেরল ও বিভিন্ন কাপড় এর অন্তর্গত রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
দাম বাড়তে পারে সুগন্ধি (Perfume), ৩২ ইঞ্চির রঙিন টিভি, চকলেট, চুইংগাম, আখরোট, ক্যাস্টার্ড পাউডার, কালো চশমা, চশমার ফ্রেম, চামড়ার সামগ্রী, অপেরল ও বিভিন্ন কাপড় এর অন্তর্গত রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
জানতে পারা গিয়েছে পাঁপড় ও গুড়ের জিএসটি শূন্য থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে ৷ জানলা, দরজা, ইলেক্ট্রিকের সামগ্রী (স্যুইচ, সার্কিট)-এর জিএসটি ১৮ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
জানতে পারা গিয়েছে পাঁপড় ও গুড়ের জিএসটি শূন্য থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে ৷ জানলা, দরজা, ইলেক্ট্রিকের সামগ্রী (স্যুইচ, সার্কিট)-এর জিএসটি ১৮ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
প্রধানত জিএসটির স্তরকে চারটি অংশে ভাগ করা হয়েছে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে জিএসটি বলবৎ করা হবে ৷
প্রধানত জিএসটির স্তরকে চারটি অংশে ভাগ করা হয়েছে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে জিএসটি বলবৎ করা হবে ৷
advertisement
10/10
সোনা বা অন্য অনামী ব্র্যান্ডের জিনিসপত্রতে এতদিন জিএসটি দিতে হতনা এবার সেই ক্ষেত্রেও ভাবনা চিন্তা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
সোনা বা অন্য অনামী ব্র্যান্ডের জিনিসপত্রতে এতদিন জিএসটি দিতে হতনা এবার সেই ক্ষেত্রেও ভাবনা চিন্তা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement