বাড়ানো হয়েছে PAN-Aadhaar লিঙ্ক করানোর সময়সীমা! এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কোনও নিয়ম পরিবর্তন হল কি না দেখে নেওয়া যাক এক নজরে!
advertisement
কিন্তু এই সময় পেরিয়ে গেলে PAN নিষ্ক্রিয় হয়ে যাবে বলে সতর্ক করেছে আয়কর দফতর। এর আগেও এই সংযুক্তির সময়সীমা বাড়িয়েছে আয়কর দফতর। এর আগে ৩১ মার্চ ২০২২ ছিল PAN-আধার সংযুক্তির শেষ তারিখ। সেই দিনের মধ্যে মধ্যে যাঁরা এই সংযুক্তি করাতে পারেননি তাঁদের ৫০০ টাকা ফি দিতে হচ্ছে। সেসময় ১ জুলাই ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তারপরও সংযুক্তি যাঁরা করাননি তাঁদের ১০০০ টাকা দেওয়ার কথা। এবার আরও একদফা সময় বাড়িয়েছে সরকার। কোনও নিয়ম পরিবর্তন হল কি না দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement