PPF Interest Rate: জুনের শেষে অনেকটাই বাড়বে PPF-এর সুদ ? তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই উপহার দেবেন প্রধানমন্ত্রী মোদি?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
PPF Interest Rate: বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সংক্ষেপে PPF-এ ৭.১% হারে সুদ দেওয়া হচ্ছে। এখন জুনের শেষে ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার নির্ধারণ করবে সরকার।
advertisement
কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার নির্ধারণ করে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই আশা করছে যে, পিপিএফ-এর সুদের হার বাড়বে। এবার মোদি সরকার যখন তৃতীয়বার ক্ষমতায় এসেছে, তখন সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগ এবং সঞ্চয় বাড়াতে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করবেন কি না সেটাই দেখার। আগে একটা সময় ছিল, যখন PPF-এ ১২% সুদ পাওয়া যেত। কিন্তু, সেই সময়ে এর সঙ্গে যুক্ত অনেক নিয়ম ছিল।
advertisement
আগে PPF-এ ১২% সুদ পাওয়া যেত -একটা সময় ছিল যখন সরকারি স্কিম পিপিএফ-এ ১২% সুদ দেওয়া হত। কিন্তু, সেই সময়ে ২ বছরের জন্য মাত্র ৪০,০০০ টাকা জমা করা যেত বা ১২ বছরের জন্য মাত্র ৬০,০০০ টাকা করা যেত। পিপিএফ সুদের হারের ইতিহাস দেখায় যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে সুদের হার ০১.০৪.১৯৮৬ থেকে বৃদ্ধি পাচ্ছে। ৩১.০৩.১৯৮৮ এবং ০১.০৪.১৯৮৮ থেকে ১৪.০১.২০০০ এর মধ্যে এটি ছিল ১২%। ১৫.০১.২০০০ থেকে ২৮.০২.২০০১ এর মধ্যে PPF-এর সুদের হার ছিল ১১%৷
advertisement
২০১৪ সালে পিপিএফ-এ বিনিয়োগের সীমা বেড়েছে -বিগত ১০ বছরে, পিপিএফ-এর সুদের হার ৭.১% থেকে ৮.৮% এর মধ্যে রয়েছে। ০১.০৪.২০১২ থেকে ৩১.০৩.২০১৩ এর মধ্যে এটি ছিল ৮.৮০%৷ ০১.০৪.২০১৩ থেকে ৩১.০৩.২০১৬ পর্যন্ত সুদের হার ছিল ৮.৭%। যাই হোক, ০১.০৪.২০১৩ থেকে ৩১.০৩.২০১৪ এর মধ্যে পিপিএফ জমার সীমা ছিল মাত্র ১ লক্ষ টাকা৷ এটি ০১.০৪.২০১৪ থেকে বেড়ে ১.৫ লক্ষ টাকা হয়েছে।
advertisement