SBI PPF, NPS : আপনার বর্তমান ও ভবিষ্যত সুদৃঢ় করবে প্রচুর টাকা, অনেক বেশি সুদ

Last Updated:
1/9
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই-এর নতুন পরিষেবায় নতুন সংযোজন এনপিএস (NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস এবং পিপিএফ (PPF) বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৷ এনপিএসের আওতায় গ্রাহকদের ভবিষ্যত সুরক্ষিত থাকছে ৷ আর পিপিএফের মাধ্যমে আপনি পেতে পারেন একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে সঞ্চয়, বেশি সুদ এবং আয়করে ব্যাপক ছাড়ের সুযোগ ৷ ছবি সংগৃহীত ৷
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই-এর নতুন পরিষেবায় নতুন সংযোজন এনপিএস (NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস এবং পিপিএফ (PPF) বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৷ এনপিএসের আওতায় গ্রাহকদের ভবিষ্যত সুরক্ষিত থাকছে ৷ আর পিপিএফের মাধ্যমে আপনি পেতে পারেন একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে সঞ্চয়, বেশি সুদ এবং আয়করে ব্যাপক ছাড়ের সুযোগ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/9
 এসবিআই পিপিএফ (PPF) অ্যাকাউন্টের বৈশিষ্টগুলি ঠিক এই রকমের ৷  ছবি সংগৃহীত ৷
এসবিআই পিপিএফ (PPF) অ্যাকাউন্টের বৈশিষ্টগুলি ঠিক এই রকমের ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/9
 এক নজরের দেখে নিন এসবিআই পিপিএফ অ্যাকাউন্টের বৈশিষ্টগুলি ৷ পিপিএফ অ্যান্টউন্টি এসবিআইয়ের যেকোনও শাখায় গিয়ে খুলতে পারেন ৷ এই অ্যাকাউন্টে বছরের ৫০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা বছরে সঞ্চয় করতে পারেন ৷ যে কোনও ভাবে বছরে সর্বাধিক ১২টি কিস্তিতে জমা দিতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷
এক নজরের দেখে নিন এসবিআই পিপিএফ অ্যাকাউন্টের বৈশিষ্টগুলি ৷ পিপিএফ অ্যান্টউন্টি এসবিআইয়ের যেকোনও শাখায় গিয়ে খুলতে পারেন ৷ এই অ্যাকাউন্টে বছরের ৫০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা বছরে সঞ্চয় করতে পারেন ৷ যে কোনও ভাবে বছরে সর্বাধিক ১২টি কিস্তিতে জমা দিতে পারেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/9
  ১৫ বছরের মেয়াদ বিশিষ্ট এই পিপিএফ অ্যাকাউন্ট ৷ পরে আরও ১ বা ৫ বছরের জন্য অতিরিক্ত করতে পারেন যদি আপনার মনে হয় ৷ এই মুহূর্তে পিপিএফ অ্যকাউন্টে বার্ষিক সুদের হার ৭.৬ শতাংশ ৷ প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে ৷ এই নিরিখেই সুদ নির্ধারিত হয় ৷  ছবি সংগৃহীত ৷
১৫ বছরের মেয়াদ বিশিষ্ট এই পিপিএফ অ্যাকাউন্ট ৷ পরে আরও ১ বা ৫ বছরের জন্য অতিরিক্ত করতে পারেন যদি আপনার মনে হয় ৷ এই মুহূর্তে পিপিএফ অ্যকাউন্টে বার্ষিক সুদের হার ৭.৬ শতাংশ ৷ প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে ৷ এই নিরিখেই সুদ নির্ধারিত হয় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/9
  এই পিপিএফ অ্যকাউন্ট ট্যাক্সে ছাড় পাওয়া যায় ৷ সংবিধানের ৮৮ ধারায় আয়কর সংক্রান্ত বিষয়ে ছাড় পাওয়া যায় ৷  ছবি সংগৃহীত ৷
এই পিপিএফ অ্যকাউন্ট ট্যাক্সে ছাড় পাওয়া যায় ৷ সংবিধানের ৮৮ ধারায় আয়কর সংক্রান্ত বিষয়ে ছাড় পাওয়া যায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/9
এসবিআই এনপিএস (NPS) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেনসন স্কিম ৷ ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা পেনশন অ্যকাউন্ট খুলতে পারেন ৷ সংবিধানের ৮০ সিসিডি (১),  ৮০ সিসিডি (২) বার্ষিক ৬,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন, এটি সম্পূর্ণ আয়কর মুক্ত ৷  ছবি সংগৃহীত ৷
এসবিআই এনপিএস (NPS) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেনসন স্কিম ৷ ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা পেনশন অ্যকাউন্ট খুলতে পারেন ৷ সংবিধানের ৮০ সিসিডি (১), ৮০ সিসিডি (২) বার্ষিক ৬,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারেন, এটি সম্পূর্ণ আয়কর মুক্ত ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/9
 (NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস অ্যকাউন্টের সুদের পরিমাণ নির্ভর করে সংস্থার উপরেই ৷ জমানো টাকার পরিমাণ (বয়সের ভিত্তিতে) ৬০ বছরের পরে নিশ্চিত করে মাসিক একটি পরিমাণ টাকা পাবেন ৷ যাতে অবসরের পরে নিশ্চিত হতে পারে বাকিটা জীবন ৷  ছবি সংগৃহীত ৷
(NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস অ্যকাউন্টের সুদের পরিমাণ নির্ভর করে সংস্থার উপরেই ৷ জমানো টাকার পরিমাণ (বয়সের ভিত্তিতে) ৬০ বছরের পরে নিশ্চিত করে মাসিক একটি পরিমাণ টাকা পাবেন ৷ যাতে অবসরের পরে নিশ্চিত হতে পারে বাকিটা জীবন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/9
(NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস অ্যকাউন্টের দু'রকমের অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টে কোনও ভাবেই টাকা তোলা যাবেনা একেবারে ৬০ বছর পরে মাসিক একটি টাকা যতদিন থাকবেন ততদিন পাবেন, মৃত্যু পরবর্তীকালে সেই পেনশন সিঙ্গেল হয়ে যাবে ৷ আর দ্বিতীয় অ্যাকাউন্টে বিনিয়োগ করা টাকা তুলবার সুবিধা থাকবে ৷ প্রথম ধরনের অ্যাকাউন্টে আয়করে ছাড় পাওয়া যাবে আর দ্বিতীয় অ্যাকাউন্টে আয়করে ছাড়ের সুবিধা নেই ৷ ছবি সংগৃহীত ৷
(NPS) বা ন্যাশনাল পেনশন সার্ভিস অ্যকাউন্টের দু'রকমের অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টে কোনও ভাবেই টাকা তোলা যাবেনা একেবারে ৬০ বছর পরে মাসিক একটি টাকা যতদিন থাকবেন ততদিন পাবেন, মৃত্যু পরবর্তীকালে সেই পেনশন সিঙ্গেল হয়ে যাবে ৷ আর দ্বিতীয় অ্যাকাউন্টে বিনিয়োগ করা টাকা তুলবার সুবিধা থাকবে ৷ প্রথম ধরনের অ্যাকাউন্টে আয়করে ছাড় পাওয়া যাবে আর দ্বিতীয় অ্যাকাউন্টে আয়করে ছাড়ের সুবিধা নেই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/9
ভবিষ্যত হোক মজুত ও সুদৃঢ় ৷ ছবি সংগৃহীত ৷
ভবিষ্যত হোক মজুত ও সুদৃঢ় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement