PPF অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে গেলে কী করবেন? বিনিয়োগ চালিয়ে যাবেন না কি টাকা তুলে নেবেন?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PPF Account: ১৫ বছরের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কী করা উচিত একজন বিনিয়োগকারীর। আর এখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পান তাঁরা।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)অ্যাকাউন্ট বিনিয়োগকারীদের অত্যন্ত পছন্দের বিনিয়োগের মাধ্যম। দীর্ঘমেয়াদি এই বিনিয়োগে ভাল পরিমাণ রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। আর পিপিএফ থেকে পাওয়া সম্পূর্ণ টাকা ট্যাক্স-ফ্রি। সেই কারণে এর জনপ্রিয়তা তুঙ্গে। এর লক-ইন পিরিয়ড প্রায় ১৫ বছর। কিন্তু ১৫ বছরের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কী করা উচিত একজন বিনিয়োগকারীর। আর এখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ পান তাঁরা। তাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক, মেয়াদপূর্তির পর কী কী করা উচিত।
advertisement
সমস্ত টাকা তুলে নেওয়া:সবথেকে প্রথম এবং সহজ উপায় হল, পিপিএফ থেকে সমস্ত টাকাটাই তুলে নেওয়া। বিনিয়োগকারী এখনও পর্যন্ত যা বিনিয়োগ করেছেন এবং তার উপর প্রাপ্ত সুদ, সমস্তটা একবারে তুলে নিতে পারবেন বিনিয়োগকারী। এর জন্য ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে যেতে হবে। আর ফর্ম সি, পাসবুক এবং কেওয়াইসি নথি সাবমিট করতে হবে। গোটা টাকাটাই হবে ট্যাক্স-ফ্রি।
advertisement
ডিপোজিট ছাড়াই মেয়াদবৃদ্ধি:বর্তমানে টাকার প্রয়োজন নেই এবং বিনিয়োগও করতে চাইছেন না বিনিয়োগকারী। তিনি আরও ৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারেন। এই সময়ের মধ্যে নতুন টাকা ডিপোজিট করা যাবে না। কিন্তু ইতিমধ্যেই জমা করা টাকা থেকে সুদ পেতে থাকবেন তাঁরা। প্রত্যেক বছর একবার করে ছোট একটা পরিমাণ টাকা তোলা যাবে।
advertisement
ডিপোজিট-সহ মেয়াদবৃদ্ধি:ভবিষ্যতে যদি বিনিয়োগকারী স্বল্প পরিমাণ বিনিয়োগ করে যেতে চান, তাহলে আরও ৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট রিস্টার্ট করা যেতে পারে। এর জন্য বিনিয়োগকারীকে ম্যাচিউরিটির ১ বছরের মধ্যে ফর্ম এইচ পূরণ করতে হবে। বিনিয়োগকারী বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা প্রতি বছর বিনিয়োগ করা যাবে। এর উপর প্রাপ্ত সুদ ট্যাক্স ফ্রি হবে। সময়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হলে স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্টটির মেয়াদ ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হতে পারে। কিন্তু নতুন করে টাকা রাখতে পারবেন না বিনিয়োগকারী।
advertisement