Post Office Schemes: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ৫ বছরের জন্য ১২ লক্ষ টাকা রেখে দেখুন, মেয়াদপূর্তিতে একেবারে মালামাল হয়ে যাবেন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Time Deposit: নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিসের কোনও বিকল্প নেই। পোস্ট অফিসে বিনিয়োগের জনপ্রিয় একটি স্কিম রয়েছে, যার নাম টাইম ডিপোজিট।
আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। নাহলে পরে বিপদের মুখে পড়তেই হবে। আর মানুষ শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। কিন্তু তাতে অবশ্যই ঝুঁকি থাকে। সেই কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যমের সন্ধান করেন। আর নিরাপদ বিনিয়োগের জন্য পোস্ট অফিসের কোনও বিকল্প নেই। আর সবথেকে বড় কথা হল, পোস্ট অফিসে নিরাপদে বিনিয়োগ করে নিশ্চিত ভাবে রিটার্নও পাওয়া যায়। আর বিনিয়োগ করাটাও বেশ সহজ।
advertisement
পোস্ট অফিসে বিনিয়োগের জনপ্রিয় একটি স্কিম রয়েছে, যার নাম টাইম ডিপোজিট। কিন্তু সেই স্কিম আসলে কী। আসলে ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও করা যেতে পারে ফিক্সড ডিপোজিট। আর এটাই হল টাইম ডিপোজিট। তবে এখানকার সুদের হার কয়েকটি ব্যাঙ্কের তুলনায় কিছুটা হলেও বেশি। আর পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমটি ব্যাপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে।
advertisement
এই স্কিমে বিনিয়োগকারীরা ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন। আর এখানে তাঁরা ৬.৯ শতাংশ থেকে শুরু করে ৭.৫ শতাংশ হার পর্যন্ত সুদ পেয়ে যাবেন বিনিয়োগকারীরা। মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগের খাতা খোলা যেতে পারে, তবে বিনিয়োগ করার কোনও সীমা নেই। ফলে বলা যেতেই পারে যে, এই স্কিমে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা। আর সবথেকে বড় কথা হল, পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে নিশ্চিত ভাবে রিটার্ন তো মেলেই, সেই সঙ্গে বিনিয়োগ করা টাকা-পয়সাও বেশ সুরক্ষিত থাকে।
advertisement
advertisement
বর্তমানে পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট স্কিমে ৫ বছরের মেয়াদের জন্য টাকা রাখা হলে এর উপর ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। তাহলে এই মেয়াদের জন্য ১২ লক্ষ টাকা পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে রাখা হল। সেক্ষেত্রে বিনিয়োগকারীরা মেয়াদ শেষে পেয়ে যাবেন মোট ১৭,৩৭,৯৫৭ টাকা। তাহলে এই হিসাব থেকে বোঝা যাচ্ছে যে, বিনিয়োগকারী এই স্কিমে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে সুদ হিসেবে পেয়ে যাচ্ছেন মোট ৫,৩৭,৯৫৭ টাকা।