Post Office Superhit Scheme: একবার বিনিয়োগ করলে প্রতি মাসে পেয়ে যেতে পারেন ৫৫০০ টাকা !
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Post Office Superhit Scheme: সবথেকে বড় কথা হল, এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ হারে মাসিক সুদ পেয়ে থাকেন।
নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে সকলেই বিনিয়োগের পথ বেছে নেন। অনেকেই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন।কিন্তু তাতে বেশ ঝুঁকিও থাকে। সেই কারণে বেশিরভাগ বিনিয়োগকারীই বিনিয়োগের জন্য নিরাপদ বিনিয়োগ মাধ্যম বেছে নিয়ে থাকেন। এর মধ্যে সারা দেশে বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলি। বিশেষ করে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ পোস্ট অফিসের এই সেভিংস স্কিমগুলিতে বিনিয়োগ করে থাকেন।
advertisement
এর অন্যতম বড় কারণ হল - স্থায়ী বা নিশ্চিত রিটার্ন এবং বিনিয়োগের নিরাপত্তা। আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের একটি বিশেষ স্কিমের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আর পোস্ট অফিসের এই স্কিমটির নাম হল POMIS। এটি আসলে বিশেষ একটি মাসিক আয়ের স্কিম। সবথেকে বড় কথা হল, এই স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ হারে মাসিক সুদ পেয়ে থাকেন। পোস্ট অফিসের POMIS স্কিমের বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
POMIS স্কিমের কিছু ফিচার:১. পোস্ট অফিসের POMIS স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। তবে এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা পর্যন্ত। তবে এই স্কিমের আওতায় জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন বিনিয়োগকারী।২. পোস্ট অফিসের এই স্কিমে অ্যাকাউন্ট খোলার এক মাস পর থেকেই সুদ পেতে শুরু করেন বিনিয়োগকারীরা। আর সংশ্লিষ্ট স্কিমের মেয়াদপূর্তি হওয়া পর্যন্ত পাওয়া যায় সেই সুদ।৩. পোস্ট অফিসের POMIS স্কিমের মেয়াদ ৫ বছর। এর মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতি মাসে স্থায়ী ভাবে নিশ্চিত আয় লাভ করতে পারেন।
advertisement
advertisement
আসলে যদি একজন বিনিয়োগকারী নিজের সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মাসিক ৭.৪ শতাংশ হারে ৫৫০০ টাকা পেয়ে যেতে পারবেন। অন্য দিকে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে একই মাসিক সুদের হারের হিসেবে বিনিয়োগকারীর প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৯,২৫০ টাকা।
advertisement









