Post Office Time Deposit: আজ ১ লাখ টাকা জমা করলে দেখে নিন ৫ বছর পর কত রিটার্ন পাবেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office Schemes and Returns: ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজে? পোস্ট অফিসের ৫ বছরের টাইম ডিপোজিট স্কিমে আজ ১ লক্ষ টাকা জমা করলে ৫ বছর পর কত রিটার্ন পাবেন, কী সুবিধা রয়েছে—জেনে নিন বিস্তারিত।
অনেকই এখনও মনে করেন যে ইন্ডিয়া পোস্টের কাজ শুধু চিঠি ও পার্সেল পাঠানো পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আধুনিক পোস্ট অফিস এখন ব্যাঙ্কের মতোই নানান আর্থিক পরিষেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে একাধিক সঞ্চয় প্রকল্প। এর মধ্যে আছে রেকারিং ডিপোজিট (RD), টাইম ডিপোজিট (TD), মান্থলি ইনকাম স্কিম (MIS), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং কিষান বিকাশ পত্র (KVP)।
advertisement
advertisement
ব্যাঙ্কের এফডির তুলনায় পোস্ট অফিস টাইম ডিপোজিট কেন বেশি লাভজনক?অনেক বিনিয়োগকারীর কাছেই বিষয়টি চমকপ্রদ হতে পারে যে পোস্ট অফিসের টাইম ডিপোজিট (TD) স্কিমে প্রায়ই সাধারণ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি সুদের হার দেওয়া হয়। যেখানে বেশিরভাগ ব্যাঙ্ক তুলনামূলকভাবে কম রিটার্ন দেয়, সেখানে পোস্ট অফিসের টিডি স্কিম বর্তমানে আরও প্রতিযোগিতামূলক সুদের হার নিয়ে নজর কেড়েছে।
advertisement
advertisement
১ লক্ষ টাকা বিনিয়োগে কত রিটার্ন মিলবে?আপনি যদি পোস্ট অফিসের ৫ বছরের টাইম ডিপোজিট (TD) স্কিমে ৭.৫ শতাংশ সুদের হারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে সুদ হিসেবে আয় হবে প্রায় ৪৪,৯৯৫ টাকা। অর্থাৎ মেয়াদপূর্তিতে মোট প্রাপ্য অঙ্ক দাঁড়াবে ১,৪৪,৯৯৫ টাকা, যার মধ্যে মূলধন ও সুদ—দু’টিই অন্তর্ভুক্ত।একই অঙ্ক ও একই সময়সীমার ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সঙ্গে তুলনা করলে দেখা যায়, পোস্ট অফিসের টিডি স্কিমে সাধারণত আরও ভাল মোট রিটার্ন পাওয়া যায়।
advertisement
advertisement
পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD) স্কিমে যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। আপনি এককভাবে অথবা আপনার স্ত্রী ও সন্তানদের সঙ্গে যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন সদস্য থাকতে পারেন। এর ফলে পরিবারের সবাই একসঙ্গে সঞ্চয় করতে পারেন এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা করাও সহজ হয়।
advertisement
advertisement
অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে যেখানে বেশি সুদের হার কেবল সিনিয়র সিটিজেনদের জন্যই দেওয়া হয়, সেখানে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে বয়স নির্বিশেষে সব বিনিয়োগকারীই একই সুদের হার পান। যারা ঝুঁকিমুক্তভাবে একটি মজবুত আর্থিক ভিত্তি গড়ে তুলতে চান, তাঁদের জন্য ৫ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম একটি নির্ভরযোগ্য বিকল্প হতে পারে। নিকটবর্তী যে কোনও পোস্ট অফিসে গিয়ে সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়।









