Post Office Rule Change: পোস্ট অফিসে PPF অ্যাকাউন্ট আছে ? জেনে নিন এই নিয়ম, না হলে ফ্রিজ হয়ে যেতে পারে অ্যাকাউন্ট !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office New Rule: যদি আপনার পোস্ট অফিসে PPF অ্যাকাউন্ট থাকে, তাহলে সতর্ক থাকুন। নতুন নিয়ম অনুযায়ী তিন বছর নিষ্ক্রিয় থাকলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। সময়মতো পদক্ষেপ না নিলে সুদ পাওয়াও বন্ধ হয়ে যাবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অথবা পোস্ট অফিসের কোনও ছোট সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন ? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। ডাক বিভাগ একটি নতুন নিয়ম চালু করেছে, যার অধীনে টানা তিন বছর নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট বছরে দুবার ফ্রিজ (অচল) করে দেওয়া হবে। এই পদক্ষেপটি বিনিয়োগকারীদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে, তবে আপনি যদি সঠিক সময়ে পদক্ষেপ না নেন, তাহলে নিজেরই টাকার নাগাল পেতে সমস্যায় পড়তে পারেন।
advertisement
পোস্ট অফিসের নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও অ্যাকাউন্ট মেয়াদ পূর্ণ হওয়ার পর তিন বছর পর্যন্ত বন্ধ থাকে বা এক্সটেন্ড না করা হয়, তাহলে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। এই প্রক্রিয়া এখন থেকে বছরে দু’বার — ১ জানুয়ারি ও ১ জুলাই — সম্পন্ন করা হবে। এই তারিখগুলি থেকে শুরু করে ১৫ দিনের মধ্যে এমন সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে।
advertisement
সুদ পাওয়াও বন্ধ হয়ে যাবেযদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাহলে আপনি কোনও ধরনের লেনদেন, টাকা তোলা বা অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এর পাশাপাশি, সুদ পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে, বিশেষ করে যদি অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই পদক্ষেপটি প্রতারণা রোধের জন্য নেওয়া হয়েছে, যাতে কেউ আপনার পুরনো অ্যাকাউন্টের অপব্যবহার করতে না পারে।
advertisement
কীভাবে অ্যাকাউন্ট আবার সক্রিয় করবেন?যদি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাহলে সেটিকে পুনরায় সক্রিয় করতে প্রথমেই আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে পাসবুক, KYC নথিপত্র (আধার, প্যান) এবং অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেশনের জন্য SB-7A ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এর সঙ্গে প্রতি বছরের জন্য ৫০ টাকা হারে জরিমানাও জমা দিতে হবে।
advertisement
advertisement