পোস্ট অফিসের এমন স্কিম আছে যেই স্কিমগুলি অত্যন্ত সুবিধা জনক যেখানে ঝুঁকি নেই বললেই চলে ৷ এমআইএস এমন একটি স্কিমে যেখানে একবার টাকা পয়সা বিনিয়োগ করে প্রতি মাসে লাগাতার সুদের টাকা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের (Post Office Saving Scheme) বেশ কিছু সুবিধা রয়েছে ৷ সন্তানের বয়স যখন ১০ বছর হবে তখনই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
সন্তানের নামে স্পেশ্যাল অ্যাকাউন্ট (Post Office Monthly Income Scheme) খোলা হলে প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যাবে ৷ সেই টাকা দিয়ে লেখাপড়ার খরচ চালানো যাবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
পোস্ট অফিসের দুরন্ত অ্যাকাউন্ট (Post Office Monthly Income Scheme Benefits) যেকোনও পোস্ট অফিসে গিয়েই খুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
এই স্কিমে কমপক্ষে ১,০০০ টাকা ও সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা জমানো যেতে পারে ৷ এই সময় এই স্কিমে (Post Office Monthly income Scheme Interest Rate 2021) সুদ ৬.৬ শতাংশ হারে সুদ পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
সন্তানের বয়স ১০ বছরের বেশি হলে তার নামেই অ্যাকাউন্ট খোলা যাবে (MIS Benefits) ৷ যদি সন্তানের বয়স ১০ বছরের কম হয়, ক্ষেত্রে বাবা মায়ের নামে অ্যাকাউন্ট খোলা যাবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
এই স্কিম পাঁচ বছরের এরপরেই স্কিম বন্ধ করা যেতে পারে ৷ যিদ সন্তানের বয়স ১০ বছর হয় ও তার নামে ২ লক্ষ টাকা জমা করা যায় ৷ সেক্ষেত্রে প্রতি মাসে ৬.৬ হারে সুদর আসবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
বর্তমান সুদ অনুযায়ী ১,১০০ টাকা হবে ৷ পাঁচ বছরে এই সুদ ৬৬ হাজার টাকা হবে ৷ ১ লক্ষ টাকা রিটার্নও পাবেন (Post Office Monthly income Scheme In Hindi) ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
এই ভাবে ছোট বাচ্চার জন্য প্রতি মাসে ১,১০০ টাকা করে লেখাপড়ার খরচ হিসাবেই ব্যবহার করা যেতে পারে ৷ বাবা-মায়ের জন্য এই টাকার অঙ্কটি বেশ উপকারী হবে ভবিষ্যতে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
এই অ্যাকাউন্টের (Post Office Monthly income Scheme Calculator) সব থেকে বড় বৈশিষ্ট্য হল এই অ্যাকাউন্ট সিঙ্গেল ভাবে হ্যান্ডেল করা যেতে পারে বা বড় তিনজনের নামেও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
এই অ্যাকাউন্টে ৩.৫ লক্ষ জমা করলে বর্তমানের দর থেকে প্রতি মাসে ১,৯২৫ টাকা পাবেন ৷ সন্তানের স্কুলে পড়ার ক্ষেত্রে বেশ বড় অঙ্কের টাকা ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
এই সুদের টাকা (Post Office Monthly income Scheme For Children) টাকা স্কুলের বেতন, টিউশন ফিস, বই, পেন, খাতার খরচ অত্যন্ত সহজেই করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
এই স্কিমের সর্বাধিক লিমিট ৪.৫ লক্ষ টাকা জমালে প্রতি মাসে ২,৪৭৫ টাকার বিশেষ লাভ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷