PM Kisan: পিএম কিষান যোজনার টাকা কি বাড়বে ? কী জানাল সরকার ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: ২১তম কিস্তির আগেই প্রশ্ন উঠেছে—পিএম কিষান যোজনার টাকা কি বাড়বে?
সম্প্রতি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ৷ দীর্ঘ অপেক্ষার পর ২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে ২০তম কিস্তির টাকা জারি করেছেন । ২০তম কিস্তির পর এবার ২১তম কিস্তির জন্য অপেক্ষা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিষান যোজনার টাকা পরিমাণ বাড়ানো নিয়েও আলোচনার সূত্রপাত হয়েছিল। এই প্রসঙ্গে সরকার সংসদে উত্তর দিয়েছে।
advertisement
২১তম কিস্তিতে কি বাড়তে চলেছে কিষান সম্মান নিধির টাকা?সরকার লোকসভায় স্পষ্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) যোজনার আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এই যোজনার মাধ্যমে এখন পর্যন্ত কৃষকদের মোট ২০টি কিস্তির মাধ্যমে ৩.৯ লক্ষ কোটি টাকার বেশি অর্থ প্রদান করা হয়েছে।
advertisement
সরকারের উত্তরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আপাতত প্রধানমন্ত্রী কিষান যোজনার অর্থের পরিমাণ বৃদ্ধি করা হবে না।২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই যোজনায়, কৃষকদের চাষাবাদের প্রয়োজন মেটাতে সরকার তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
advertisement
advertisement
advertisement