advertisement

PM Kisan: কাউন্টডাউন শুরু, ফেব্রুয়ারি মাসের শুরুতেই কি আসতে পারে ২২তম কিস্তির টাকা ?

Last Updated:
PM Kisan: PM Kisan-এর ২২তম কিস্তি নিয়ে কৃষকদের অপেক্ষা বাড়ছে। আগের প্যাটার্ন অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই টাকা আসার সম্ভাবনা রয়েছে।
1/6
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতিমধ্যেই ২১টি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ এবার শুরু হয়েছে ২২তম কিস্তি নিয়ে জল্পনা ৷ কবে মিলবে ২২তম কিস্তির টাকা ? ফেব্রুয়ারি মাসের শুরুতেই কি সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতিমধ্যেই ২১টি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ এবার শুরু হয়েছে ২২তম কিস্তি নিয়ে জল্পনা ৷ কবে মিলবে ২২তম কিস্তির টাকা ? ফেব্রুয়ারি মাসের শুরুতেই কি সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে?
advertisement
2/6
সাধারণত কবে আসে PM Kisan-এর কিস্তি?

PM-Kisan প্রকল্পে সাধারণত কিস্তিগুলি আসে—

ফেব্রুয়ারি–মার্চ

জুন–জুলাই

অক্টোবর–নভেম্বর

এই ধারাবাহিকতা অনুযায়ী, বছরের প্রথম কিস্তি বেশিরভাগ সময়ই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। সেই কারণেই অনেক কৃষক আশা করছেন, ২২তম কিস্তির টাকাও ফেব্রুয়ারির শুরুতেই আসতে পারে।
সাধারণত কবে আসে PM Kisan-এর কিস্তি?PM-Kisan প্রকল্পে সাধারণত কিস্তিগুলি আসে—ফেব্রুয়ারি–মার্চজুন–জুলাইঅক্টোবর–নভেম্বরএই ধারাবাহিকতা অনুযায়ী, বছরের প্রথম কিস্তি বেশিরভাগ সময়ই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। সেই কারণেই অনেক কৃষক আশা করছেন, ২২তম কিস্তির টাকাও ফেব্রুয়ারির শুরুতেই আসতে পারে।
advertisement
3/6
সরকারিভাবে ঘোষণা হয়েছে কি?এখনও পর্যন্ত সরকার বা কৃষি মন্ত্রকের পক্ষ থেকে ২২তম কিস্তির নির্দিষ্ট তারিখ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগের কিস্তিগুলির সময়সূচি ও প্যাটার্ন দেখে বিশেষজ্ঞদের ধারণা, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হতে পারে।
সরকারিভাবে ঘোষণা হয়েছে কি?এখনও পর্যন্ত সরকার বা কৃষি মন্ত্রকের পক্ষ থেকে ২২তম কিস্তির নির্দিষ্ট তারিখ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আগের কিস্তিগুলির সময়সূচি ও প্যাটার্ন দেখে বিশেষজ্ঞদের ধারণা, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হতে পারে।
advertisement
4/6
কারা পাবেন ২২তম কিস্তির টাকা?PM-Kisan-এর ২২তম কিস্তির টাকা পেতে হলে কিছু শর্ত পূরণ করা জরুরি—

e-KYC সম্পূর্ণ থাকতে হবে

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে

জমির তথ্য (Land Records) যাচাই সম্পূর্ণ থাকতে হবে

নাম beneficiary list-এ থাকতে হবে

এই শর্তগুলির কোনও একটিতে সমস্যা থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে।
কারা পাবেন ২২তম কিস্তির টাকা?PM-Kisan-এর ২২তম কিস্তির টাকা পেতে হলে কিছু শর্ত পূরণ করা জরুরি—e-KYC সম্পূর্ণ থাকতে হবেব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবেজমির তথ্য (Land Records) যাচাই সম্পূর্ণ থাকতে হবেনাম beneficiary list-এ থাকতে হবেএই শর্তগুলির কোনও একটিতে সমস্যা থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে।
advertisement
5/6
কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?

কৃষকরা খুব সহজেই অনলাইনে নিজের কিস্তির স্ট্যাটাস দেখতে পারেন—

PM-Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে

“Beneficiary Status” অপশনে ক্লিক করুন

আধার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য দিতে হবে

এতে জানা যাবে, আপনার কিস্তির টাকা পাঠানো হয়েছে কি না।
কীভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন?কৃষকরা খুব সহজেই অনলাইনে নিজের কিস্তির স্ট্যাটাস দেখতে পারেন—PM-Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে“Beneficiary Status” অপশনে ক্লিক করুনআধার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য দিতে হবেএতে জানা যাবে, আপনার কিস্তির টাকা পাঠানো হয়েছে কি না।
advertisement
6/6
কিস্তির টাকা না এলে কী করবেন?যদি ফেব্রুয়ারির মধ্যেও টাকা না আসে, তাহলে—

e-KYC সম্পূর্ণ হয়েছে কি না, তা আবার যাচাই করুন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্কিং ঠিক আছে কি না দেখুন

প্রয়োজনে স্থানীয় কৃষি অফিস বা CSC কেন্দ্রে যোগাযোগ করুন
কিস্তির টাকা না এলে কী করবেন?যদি ফেব্রুয়ারির মধ্যেও টাকা না আসে, তাহলে—e-KYC সম্পূর্ণ হয়েছে কি না, তা আবার যাচাই করুনব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্কিং ঠিক আছে কি না দেখুনপ্রয়োজনে স্থানীয় কৃষি অফিস বা CSC কেন্দ্রে যোগাযোগ করুন
advertisement
advertisement
advertisement