PM Kisan: কাউন্টডাউন শুরু, ফেব্রুয়ারি মাসের শুরুতেই কি আসতে পারে ২২তম কিস্তির টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: PM Kisan-এর ২২তম কিস্তি নিয়ে কৃষকদের অপেক্ষা বাড়ছে। আগের প্যাটার্ন অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই টাকা আসার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষক প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন। বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতিমধ্যেই ২১টি কিস্তির টাকা পেয়ে গিয়েছে ৷ এবার শুরু হয়েছে ২২তম কিস্তি নিয়ে জল্পনা ৷ কবে মিলবে ২২তম কিস্তির টাকা ? ফেব্রুয়ারি মাসের শুরুতেই কি সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে?
advertisement
সাধারণত কবে আসে PM Kisan-এর কিস্তি?PM-Kisan প্রকল্পে সাধারণত কিস্তিগুলি আসে—ফেব্রুয়ারি–মার্চজুন–জুলাইঅক্টোবর–নভেম্বরএই ধারাবাহিকতা অনুযায়ী, বছরের প্রথম কিস্তি বেশিরভাগ সময়ই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। সেই কারণেই অনেক কৃষক আশা করছেন, ২২তম কিস্তির টাকাও ফেব্রুয়ারির শুরুতেই আসতে পারে।
advertisement
advertisement
কারা পাবেন ২২তম কিস্তির টাকা?PM-Kisan-এর ২২তম কিস্তির টাকা পেতে হলে কিছু শর্ত পূরণ করা জরুরি—e-KYC সম্পূর্ণ থাকতে হবেব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবেজমির তথ্য (Land Records) যাচাই সম্পূর্ণ থাকতে হবেনাম beneficiary list-এ থাকতে হবেএই শর্তগুলির কোনও একটিতে সমস্যা থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে।
advertisement
advertisement







