PM Kisan + মানধন: বৃদ্ধ বয়সে ঘরে বসেই বছরে আয় করতে পারবেন ৪২,০০০ টাকা, কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের

Last Updated:
PM-Kisan Maandhan scheme: PM-Kisan ও মানধন স্কিম মিলিয়ে কৃষকেরা বৃদ্ধ বয়সে ঘরে বসেই বছরে ৪২,০০০ টাকা পেতে পারেন। সহজ নথিভুক্তি প্রক্রিয়ায় সরকারি এই উদ্যোগে অংশ নিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার দারুন সুযোগ মিলছে এখন।
1/6
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের ২০-তম কিস্তি আসতে চলেছে। ফলে কৃষকরা রেজিস্ট্রেশন করিয়ে রাখলে তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় নিজের নাম চেক করে নিতে পারেন। যদি কোনও কারণে তালিকায় কোনও কৃষকের নাম না থাকে, তাহলে এর কারণ কী?নিজের তথ্য দেওয়ার ক্ষেত্রে কোথায় ভুল হয়েছে, তা দেখে সংশোধন করতে হবে। যাতে তিনি PM Kisan Yojana-র সুবিধা লাভ করতে পারেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের ২০-তম কিস্তি আসতে চলেছে। ফলে কৃষকরা রেজিস্ট্রেশন করিয়ে রাখলে তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকায় নিজের নাম চেক করে নিতে পারেন। যদি কোনও কারণে তালিকায় কোনও কৃষকের নাম না থাকে, তাহলে এর কারণ কী?নিজের তথ্য দেওয়ার ক্ষেত্রে কোথায় ভুল হয়েছে, তা দেখে সংশোধন করতে হবে। যাতে তিনি PM Kisan Yojana-র সুবিধা লাভ করতে পারেন।
advertisement
2/6
তবে অনেকেই হয়তো জানেন না যে, PM Kisan Yojana একজন কৃষকের জন্য কতটা উপকারী! কোনও কৃষক যদি এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন এবং এর সুবিধা গ্রহণ করেন, তাহলে ৬০ বছর বয়সে তিনি একটি বড়সড় সুবিধা লাভ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু যেসব কৃষক এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Maandhan)-য় অবদান রাখতে প্রস্তুত, তাঁরা বৃদ্ধ বয়সে বার্ষিক ৪২০০০ টাকা সুবিধা পেতে পারেন। কিন্তু মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে, এটা কীভাবে সম্ভব?
তবে অনেকেই হয়তো জানেন না যে, PM Kisan Yojana একজন কৃষকের জন্য কতটা উপকারী! কোনও কৃষক যদি এই যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন এবং এর সুবিধা গ্রহণ করেন, তাহলে ৬০ বছর বয়সে তিনি একটি বড়সড় সুবিধা লাভ করতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে। কিন্তু যেসব কৃষক এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PM Kisan Maandhan)-য় অবদান রাখতে প্রস্তুত, তাঁরা বৃদ্ধ বয়সে বার্ষিক ৪২০০০ টাকা সুবিধা পেতে পারেন। কিন্তু মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে, এটা কীভাবে সম্ভব?
advertisement
3/6
এই নিয়মটা আসলে কী?আসলে PM Kisan Samman Nidhi স্কিমের অধীনে তৈরি নিয়মগুলির মধ্যে অন্যতম হল - কারও যদি PM Kisan-এ অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি সরাসরি PM Kisan Maandhan Yojana-য় রেজিস্ট্রেশন করাতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা আসলে দেশের কৃষকদের জন্য একটি পেনশন প্রকল্প। যার অধীনে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। কিষাণ মানধন যোজনার আওতায় ৬০ বছর বয়সের পরে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও কৃষক PM Kisan Maandhan-এর আওতায় রেজিস্ট্রেশন করাতে পারেন।
এই নিয়মটা আসলে কী?আসলে PM Kisan Samman Nidhi স্কিমের অধীনে তৈরি নিয়মগুলির মধ্যে অন্যতম হল - কারও যদি PM Kisan-এ অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি সরাসরি PM Kisan Maandhan Yojana-য় রেজিস্ট্রেশন করাতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা আসলে দেশের কৃষকদের জন্য একটি পেনশন প্রকল্প। যার অধীনে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। কিষাণ মানধন যোজনার আওতায় ৬০ বছর বয়সের পরে কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেনশন দেওয়ার নিয়ম রয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও কৃষক PM Kisan Maandhan-এর আওতায় রেজিস্ট্রেশন করাতে পারেন।
advertisement
4/6
সরকারি অর্থ থেকেও অবদান:PM Kisan-এ অ্যাকাউন্ট থাকার সবথেকে বড় সুবিধা হল - Kisan Maandhan-এর জন্য রেজিস্ট্রেশন করাতে কোনও কাগজপত্র লাগবে না। একই সঙ্গে এই পেনশন স্কিমের জন্য প্রয়োজনীয় অবদান কৃষকের নিজের পকেট থেকেও করতে হবে না। এই অবদান PM Kisan Samman Nidhi-র অধীনে সরকারি সহায়তা থেকে কেটে নেওয়া হবে। এর জন্য কৃষককে আগে থেকে একটি ফর্ম পূরণ করতে হবে।
সরকারি অর্থ থেকেও অবদান:PM Kisan-এ অ্যাকাউন্ট থাকার সবথেকে বড় সুবিধা হল - Kisan Maandhan-এর জন্য রেজিস্ট্রেশন করাতে কোনও কাগজপত্র লাগবে না। একই সঙ্গে এই পেনশন স্কিমের জন্য প্রয়োজনীয় অবদান কৃষকের নিজের পকেট থেকেও করতে হবে না। এই অবদান PM Kisan Samman Nidhi-র অধীনে সরকারি সহায়তা থেকে কেটে নেওয়া হবে। এর জন্য কৃষককে আগে থেকে একটি ফর্ম পূরণ করতে হবে।
advertisement
5/6
কিস্তি বা ইনস্টলমেন্ট থেকে কত টাকা কেটে নেওয়া হবে?PM Kisan Maandhan-এর অবদানও নামমাত্র। ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকদের জন্য এই অবদান প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। অর্থাৎ সর্বনিম্ন অবদান হবে ৬৬০ টাকা এবং সর্বোচ্চ অবদান হবে ২৪০০ টাকা। যেখানে PM Kisan-এর আওতায় বার্ষিক ৬০০০ টাকা পাওয়া যায়।
কিস্তি বা ইনস্টলমেন্ট থেকে কত টাকা কেটে নেওয়া হবে?PM Kisan Maandhan-এর অবদানও নামমাত্র। ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকদের জন্য এই অবদান প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। অর্থাৎ সর্বনিম্ন অবদান হবে ৬৬০ টাকা এবং সর্বোচ্চ অবদান হবে ২৪০০ টাকা। যেখানে PM Kisan-এর আওতায় বার্ষিক ৬০০০ টাকা পাওয়া যায়।
advertisement
6/6
৬০ বছর বয়সের পর ঘরে বসেই নিয়মিত আয়:যেসব কৃষক PM Kisan Samman Nidhi-র সুবিধা পাচ্ছেন, সরকার তাঁদের বছরে ৬০০০ টাকা করে দিচ্ছে। যখন তাঁদের ৬০ বছর বয়স হবে, তখন প্রতি বছর এই ৬০০০ টাকার সঙ্গে আরও ৩৬০০০ টাকা যোগ হবে। অর্থাৎ যদি কোনও কৃষক PM Kisan-এ অ্যাকাউন্ট খোলার পাশাপাশি PM Kisan Mandhan-এর পেনশন স্কিমের আওতায় সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে ৬০ বছর বয়সের পরে তিনি বছরে ঘরে বসেই ৪২ হাজার টাকা আয় করতে পারবেন। কৃষকের বয়স ৬০ বছর হয়ে যাওয়ার পরে পেনশন স্কিমের জন্য কন্ট্রিবিউশন ডিডাকশন বন্ধ হয়ে যাবে।
৬০ বছর বয়সের পর ঘরে বসেই নিয়মিত আয়:যেসব কৃষক PM Kisan Samman Nidhi-র সুবিধা পাচ্ছেন, সরকার তাঁদের বছরে ৬০০০ টাকা করে দিচ্ছে। যখন তাঁদের ৬০ বছর বয়স হবে, তখন প্রতি বছর এই ৬০০০ টাকার সঙ্গে আরও ৩৬০০০ টাকা যোগ হবে। অর্থাৎ যদি কোনও কৃষক PM Kisan-এ অ্যাকাউন্ট খোলার পাশাপাশি PM Kisan Mandhan-এর পেনশন স্কিমের আওতায় সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে ৬০ বছর বয়সের পরে তিনি বছরে ঘরে বসেই ৪২ হাজার টাকা আয় করতে পারবেন। কৃষকের বয়স ৬০ বছর হয়ে যাওয়ার পরে পেনশন স্কিমের জন্য কন্ট্রিবিউশন ডিডাকশন বন্ধ হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement