PM Kisan: ‘এই’ দিন আসতে পারে ২২তম কিস্তির টাকা ! কোটি কোটি কৃষকদের জন্য সুখবর
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: PM Kisan প্রকল্পের অধীনে খুব শিগগিরই আসতে পারে ২২তম কিস্তির টাকা। ‘এই’ দিনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে ২,০০০ টাকা। বিস্তারিত জানুন।
advertisement
কবে আসতে পারে PM Kisan–এর ২২তম কিস্তি?সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে PM Kisan–এর ২২তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। যদিও এখনও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগের কিস্তিগুলির প্যাটার্ন অনুযায়ী এই সময়েই টাকা আসার সম্ভাবনা বেশি।
advertisement
advertisement
কারা পাবেন ২২তম কিস্তির টাকা?২২তম কিস্তির টাকা পেতে হলে কৃষকদের কয়েকটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক—e-KYC সম্পূর্ণ করা থাকতে হবেআধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবেভূমির নথি সঠিক ও আপডেটেড হতে হবেPM Kisan–এর উপভোক্তা তালিকায় নাম থাকতে হবেএই শর্তগুলির কোনওটি পূরণ না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে।
advertisement
advertisement









