পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan 2022 Latest Updates) লভ্যার্থী হলে অত্যন্ত জরুরি খবর আপনার জন্য ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
এই যোজনার অন্তর্গত বিভিন্ন প্রয়োজনীয় নথি আপডেট না করে থাকেন অথবা অসৎ উপায়ে এই যোজনার টাকা নিয়েছেন এখনও পর্যন্ত নিচ্ছেন, তাঁদের জন্য বড় খবর ৷ প্রতিটি টাকা গুণে গুণে ফেরৎ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan) অন্তর্গত এখনও পর্যন্ত এই আট বড়সড় পরিবর্তন হয়েছে ৷ এরই মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত ১০ কিস্তির টাকা লভ্যার্থীরা পেয়ে গিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
একাদশ কিস্তির টাকা পেতে গেলে বেশ কিছু নথি জমা দিতে হচ্ছে লভ্যার্থীদের ৷ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার e-KYC আবশ্যিক করেছে ৷
5/ 12
এবার কেন্দ্রীয় সরকার (Modi Government) সিদ্ধান্ত নিয়েছে যাঁরা অনৈতিক ভাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা নিয়েছেন তাঁদের প্রতিটি টাকা এক এক করে ফেরৎ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত বহু কৃষকেরা অসৎ পথে টাকা পয়সা নিয়েছেন ৷ যাঁদের আয়কর দিতে হয় তাঁরাও এই প্রকল্প থেকে টাকা নিয়েছেন ৷ বেশ কিছু পরিবার এমনও আছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
আসলে যদি জমি স্বামী-স্ত্রীর নামে থাকে ও সন্তান নাবালক হয় সেই ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা একজনই পাবেন, কিন্তু দেখা গিয়েছে স্বামী-স্ত্রী দু'জনেই এই প্রকল্প থেকে সুবিধা নিয়েছেন ৷ তাঁদেরকে অনৈতিক টাকা ফেরৎ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
যদি সেই তালিকায় আপনিও থাকলে, এখনই সেই টাকা ফেরৎ দিয়ে দিন ৷ এই জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Scheme) একটি পোর্টালের সুবিধা আছে কেন্দ্রীয় সরকারের ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
এইজন্য অনলাইনেই টাকা ফেরৎ দিতে পারেন তার জন্য https://pmkisan.gov.in/ লগইন করতে হবে ৷ তারপরে ডানদিকে একটি 'Refund Online' অপশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
সেই খানে ক্লিক করতে হবে, সামনে একটি বিকল্পে ক্লিক করতে হবে ৷ এতে প্রথম বিক্লপ থাকবে আগেই যদি অনৈতিক টাকা ফেরৎ দিয়ে থাকেন চেক করে সাবমিট বোতামে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
না হলে অন্য অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরে আধার নম্বর, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ একটি ইমেজ টেক্সট টাইপ করে গেট ডাটাতে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
তখন দেখাবে 'You are not eligible for any refund Amount' অন্যথায় রিফান্ডের টাকার পরিমাণ দেখাবে ৷ প্রতীকী ছবি ৷