PM Kisan: আজ অনেকেই পাবেন না যোজনার টাকা, দেখে নিন আপনার নাম আছে তো সুবিধাভোগীদের লিস্টে

Last Updated:
এই যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় ৷
1/6
অবশেষে অপেক্ষার অবসান ৷ বুধবার ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
অবশেষে অপেক্ষার অবসান ৷ বুধবার ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৬ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷
advertisement
2/6
পিএম কিষান যোজনার ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছিল ৷ এর আগে যোজনার ১৫তম কিস্তির টাকা নভেম্বর ১৫, ২০২৩ দেওয়া হয়েছিল ৷
পিএম কিষান যোজনার ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছিল ৷ এর আগে যোজনার ১৫তম কিস্তির টাকা নভেম্বর ১৫, ২০২৩ দেওয়া হয়েছিল ৷
advertisement
3/6
সরকারের তরফে কৃষকদের ক্ষেত্রে eKYC (electronic Know Your Customer) করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ই-কেওয়াইসি  না করা থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা ৷  ওটিপি OTP (One-Time Password)-র মাধ্যমে পিএম কিষান পোর্টাল থেকে ইকেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও বায়োমেট্রিকের মাধ্যমে করা যাবে ই-কেওয়াইসি ৷
সরকারের তরফে কৃষকদের ক্ষেত্রে eKYC (electronic Know Your Customer) করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ই-কেওয়াইসি না করা থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা ৷ ওটিপি OTP (One-Time Password)-র মাধ্যমে পিএম কিষান পোর্টাল থেকে ইকেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এছাড়া নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়েও বায়োমেট্রিকের মাধ্যমে করা যাবে ই-কেওয়াইসি ৷
advertisement
4/6
এছাড়া কৃষকরা PM-KISAN Helpline 155261 বা 011-24300606 নম্বরে ফোন করে তাদের কোনও জিজ্ঞাসা থাকলে জানতে পারবেন ৷ এই যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় ৷
এছাড়া কৃষকরা PM-KISAN Helpline 155261 বা 011-24300606 নম্বরে ফোন করে তাদের কোনও জিজ্ঞাসা থাকলে জানতে পারবেন ৷ এই যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় ৷
advertisement
5/6
আপনি কি টাকা পাবেন ? আপনার নাম রয়েছে সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন এই ভাবে -
আপনি কি টাকা পাবেন ? আপনার নাম রয়েছে সুবিধাভোগীদের লিস্টে ? চেক করে নিন এই ভাবে -
advertisement
6/6
স্টেটাস চেক করা জন্য প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷ এরপর পেজের ডানদিকে ‘Know Your Status’ এ ক্লিক করতে হবে ৷ নিজের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড ও ‘Get Data’ অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরই আপনার স্ক্রিনে চলে আসবে সুবিধাভোগীদের স্টেটাস ৷
স্টেটাস চেক করা জন্য প্রথমে https://pmkisan.gov.in/ পোর্টালে যেতে হবে ৷ এরপর পেজের ডানদিকে ‘Know Your Status’ এ ক্লিক করতে হবে ৷ নিজের রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড ও ‘Get Data’ অপশনে ক্লিক করতে হবে ৷ এরপরই আপনার স্ক্রিনে চলে আসবে সুবিধাভোগীদের স্টেটাস ৷
advertisement
advertisement
advertisement