পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত

Last Updated:
দেখে নিন কোন শহরে কত হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম
1/4
গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ মার্চ মাসে তিনবার দাম কমানো হয়েছিল জ্বালানির ৷ ২৪ মার্চ পেট্রোলের দাম ১৮ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা কমানো হয়েছিল ৷ ২৫ মার্চ ডিজেলের ২০ পয়সা এবং পেট্রোল ২১ পয়সা সস্তা হয়েছিল ৷ গত মঙ্গলবার অর্থাৎ ৩০ মার্চ পেট্রোল ২২ পয়সা এবং ডিজেল ২৩ পয়সা প্রতি লিটার সস্তা হয়েছিল ৷ এর জেরে মার্চ মাসে পেট্রোল প্রায় ৬১ পয়সা প্রতি লিটারে সস্তা হয়েছিল ৷
গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ মার্চ মাসে তিনবার দাম কমানো হয়েছিল জ্বালানির ৷ ২৪ মার্চ পেট্রোলের দাম ১৮ পয়সা এবং ডিজেলের দাম ১৭ পয়সা কমানো হয়েছিল ৷ ২৫ মার্চ ডিজেলের ২০ পয়সা এবং পেট্রোল ২১ পয়সা সস্তা হয়েছিল ৷ গত মঙ্গলবার অর্থাৎ ৩০ মার্চ পেট্রোল ২২ পয়সা এবং ডিজেল ২৩ পয়সা প্রতি লিটার সস্তা হয়েছিল ৷ এর জেরে মার্চ মাসে পেট্রোল প্রায় ৬১ পয়সা প্রতি লিটারে সস্তা হয়েছিল ৷
advertisement
2/4
মার্চ মাসে পেট্রোল ও ডিজেলের দাম তিন বার কমানোর মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া ৷ তিন সপ্তাহের অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশের বেশি কমে গিয়েছে ৷ ৭১ ডলার প্রতি ব্যারেল থেকে কমে অপরিশোধিত তেলের দাম কমে হয় ৬৪ ডলার প্রতি ব্যারেল ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে পেট্রোল ও ডিজেলের দাম ১৬ বার বেড়েছিল ৷ তবে এখনও পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড স্তরে রয়েছে ৷
মার্চ মাসে পেট্রোল ও ডিজেলের দাম তিন বার কমানোর মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া ৷ তিন সপ্তাহের অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশের বেশি কমে গিয়েছে ৷ ৭১ ডলার প্রতি ব্যারেল থেকে কমে অপরিশোধিত তেলের দাম কমে হয় ৬৪ ডলার প্রতি ব্যারেল ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে পেট্রোল ও ডিজেলের দাম ১৬ বার বেড়েছিল ৷ তবে এখনও পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড স্তরে রয়েছে ৷
advertisement
3/4
দেখে নিন কোন শহরে কত হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯০.৫৬ টাকা, ডিজেল ৮০.৮৭ টাকা মুম্বই- পেট্রোল ৯৬.৯৮ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকা চেন্নাই- পেট্রোল ৯২.৫৮ টাকা, ডিজেল ৮৫.৮৮ টাকা কলকাতা- পেট্রোল ৯০.৭৭ টাকা, ডিজেল ৮৩.৭৫ টাকা নয়ডা- পেট্রোল ৮৮.৯১ টাকা, ডিজেল ৮১.৩৩ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৫৯ টাকা, ডিজেল ৮৫.৭৫ টাকা ভোপাল- পেট্রোল ৯৮.৫৮ টাকা, ডিজেল ৮৯.১৩ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.১৪ টাকা, ডিজেল ৮০.৫৭ টাকা পটনা- পেট্রোল ৯২.৮৯ টাকা, ডিজেল ৮৬.১২ টাকা লখনউ- পেট্রোল ৮৮.৮৫ টাকা, ডিজেল ৮১.২৭ টাকা
দেখে নিন কোন শহরে কত হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯০.৫৬ টাকা, ডিজেল ৮০.৮৭ টাকা মুম্বই- পেট্রোল ৯৬.৯৮ টাকা, ডিজেল ৮৭.৯৬ টাকা চেন্নাই- পেট্রোল ৯২.৫৮ টাকা, ডিজেল ৮৫.৮৮ টাকা কলকাতা- পেট্রোল ৯০.৭৭ টাকা, ডিজেল ৮৩.৭৫ টাকা নয়ডা- পেট্রোল ৮৮.৯১ টাকা, ডিজেল ৮১.৩৩ টাকা বেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৫৯ টাকা, ডিজেল ৮৫.৭৫ টাকা ভোপাল- পেট্রোল ৯৮.৫৮ টাকা, ডিজেল ৮৯.১৩ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮৭.১৪ টাকা, ডিজেল ৮০.৫৭ টাকা পটনা- পেট্রোল ৯২.৮৯ টাকা, ডিজেল ৮৬.১২ টাকা লখনউ- পেট্রোল ৮৮.৮৫ টাকা, ডিজেল ৮১.২৭ টাকা
advertisement
4/4
প্রতিদিন সকাল ৬টায় সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে ডিলার কমিশন, এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷
প্রতিদিন সকাল ৬টায় সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে ডিলার কমিশন, এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement
advertisement
advertisement