জারি হল পেট্রোল-ডিজেলের আজকের দাম, দেখে নিন কত হল...

Last Updated:
২৫ নভেম্বর দেশের বিভিন্ন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
1/4
ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা শুরু করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷ তবে এদিন অর্থাৎ বুধবার তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ গত ৫দিন লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৮১.৫৯ টাকায় স্থির রয়েছে ৷ ডিজেলের দামও অপরিবর্তিত রয়েছে ৭১.৪১ টাকায় ৷ মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল ৬ পয়সা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম বেড়েছিল ১৬ পয়সা ৷
ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা শুরু করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷ তবে এদিন অর্থাৎ বুধবার তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ গত ৫দিন লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ৮১.৫৯ টাকায় স্থির রয়েছে ৷ ডিজেলের দামও অপরিবর্তিত রয়েছে ৭১.৪১ টাকায় ৷ মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল ৬ পয়সা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম বেড়েছিল ১৬ পয়সা ৷
advertisement
2/4
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত হওয়ার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় গ্রাহকদের ৷
advertisement
3/4
২৫ নভেম্বর দেশের বিভিন্ন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম  নয়াদিল্লি- পেট্রোল ৮১.৫৯ টাকা, ডিজেল ৭১.৪১ টাকা, মুম্বই- পেট্রোল ৮৮.২৯ টাকা, ডিজেল ৭৪.৯৮ টাকা, কলকাতা- পেট্রোল ৮৩.১৫ টাকা, ডিজেল ৭৪.৯৮ টাকা, চেন্নাই- পেট্রোল ৮৪.৬৪ টাকা, ডিজেল ৭৬.৮৮ টাকা, নয়ডা- পেট্রোল ৮২.০৪ টাকা, ডিজেল ৭১.৮৬ টাকা, লখনউ- পেট্রোল ৮১.৯৬ টাকা, ডিজেল ৭১.৮০ টাকা পটনা- পেট্রোল ৮৪.২০ টাকা, ডিজেল ৭৬.৯৪ টাকা, চন্ডীগড়- পেট্রোল ৭৮.৫৬ টাকা, ডিজেল ৭১.১৬ টাকা
২৫ নভেম্বর দেশের বিভিন্ন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম নয়াদিল্লি- পেট্রোল ৮১.৫৯ টাকা, ডিজেল ৭১.৪১ টাকা, মুম্বই- পেট্রোল ৮৮.২৯ টাকা, ডিজেল ৭৪.৯৮ টাকা, কলকাতা- পেট্রোল ৮৩.১৫ টাকা, ডিজেল ৭৪.৯৮ টাকা, চেন্নাই- পেট্রোল ৮৪.৬৪ টাকা, ডিজেল ৭৬.৮৮ টাকা, নয়ডা- পেট্রোল ৮২.০৪ টাকা, ডিজেল ৭১.৮৬ টাকা, লখনউ- পেট্রোল ৮১.৯৬ টাকা, ডিজেল ৭১.৮০ টাকা পটনা- পেট্রোল ৮৪.২০ টাকা, ডিজেল ৭৬.৯৪ টাকা, চন্ডীগড়- পেট্রোল ৭৮.৫৬ টাকা, ডিজেল ৭১.১৬ টাকা
advertisement
4/4
পেট্রোল ও ডিজেলের রেট আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 মেসেজ পাঠিয়ে তেলের দাম জানতে পারবেন ৷
পেট্রোল ও ডিজেলের রেট আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 মেসেজ পাঠিয়ে তেলের দাম জানতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement